Ads
AshesZunayed evan

এমন চেনা চিনবে লোকে লিরিক্স (emon cena cinbe loke lyrics)

Ashes - Amon chena cinbe lokhe ( এমন চেনা চিনবে লোকেে) || Zunaid Evan ||

Amon Chena Lyrics by Ashes Bangla Band: Emon Chena Song Lyrics written by And Music Tune by Zunayed Evan Music Video Edited by Joy Mahmud. আপনি যদি অনুসন্ধান করে থাকেন এমন চেনা চিনবে লোকে লিরিক্স (emon cena cinbe loke lyrics) তবে একদম সঠিক জায়গায় এসেছেন। চলুন তবে শুরু করা যাক।

Song Name: Amon Chena
Band Name: Ashes
Lyrics & Tune: Zunayed Evan
Violin: Ayshi Saha Roy
Video Edited by: Joy Mahmud
Mixed and Mastered by: Sultan Rafsan Khan

Amon Chena Song Lyrics In Bengali:

এমন চেনা চিনবে লোকে লিরিক্স

এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো

এমন মাটির বাসার চাইতে,
আকাশের চিল ভালো
ছোট বেলার খেলার সাথি,
বড় হয়ে বদলে গেছে

এমন গানের লাইনের চাইতে,
বালিশ ধরে কান্না ভালো
এমন কথা শোনার চাইতে
ধুকে ধুকে মরা ভালো।

See also  Urey jawa pakhir chokhey ( উড়ে যাওয়া পাখির চোখে ) Lyrics by Zunayed evan || Ashes Band ||Bangla lyrics||

এমন পোড়া মনের চাইতে
সুনীলের কবিতা ভালো।
জনম ধরে কস্টের কথা,
বলতে বলতে জনম গেলো।

আমার একটা মানুষ হইল না,
যে আগা গোড়া জানবে আমারে।
আমার একটা মানুষ হইল না,
যে আগা গোড়া জানবে আমারে।

আমার একটা মানুষ হইল না,
যে আগা গোড়া জানবে আমারে।
আমার একটা মানুষ হইল না,
যে আগা গোড়া জানবে আমারে।

আমার একটা মানুষ হইল না,
যে আগা গোড়া জানবে আমারে।
আমার একটা মানুষ হইল না,
যে আগা গোড়া জানবে আমারে।

emon cena cinbe loke lyrics

ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে এমন চেনা চিনবে লোকে লিরিক্স (emon cena cinbe loke lyrics) খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button