Owned The Band
Ashokti ( আসক্তি ) lyrics – Owned
Table of Contents
Ashokti Song By Owned Band:
Song: Ashokti ( আসক্তি )
Band: Owned
Album: Owned Two
Lyrics: Zakir Hossain
Ashokti Song lyrics in Bengali:
আমি, আমি ক্লান্ত বিভ্রান্ত
সব চোখের আড়ালে থেকে তুমি
তুমি চেওনা আড়ালে রেখোনা
সব মিথ্যে সত্য লুকিয়ে
লুকিয়ে রেখ আমাকে
আসক্ত কোনো, কোনো বিষাক্ত পাপে
ফেলে রেখে যেওনা আমাকে
দেখতে এসো কোনো বিষন্ন প্রহরে
অশান্তি ভেঙে সব
সময় আঁধারের অগোচরে
সময় কাটে না আজ নিজের মাঝে
চুপ চাপ হয়ে একে অন্যের মাঝে
সময়ের ওপারে তাকিয়ে
অসহায় আমাকে তুমি দেখো
সময় নিয়ে
ক্লান্তির পরে শান্ত হবো
লুকিয়ে রেখ আমাকে
আসক্ত কোনো, কোনো বিষাক্ত পাপে
ফেলে রেখে যেওনা আমাকে
দেখতে এসো কোনো বিষন্ন প্রহরে