Ads
Overall

Asmane Zaio Na re Bondhu ( আসমানে যাইওনারে বন্ধু ) lyrics | Pagol Hasan |

Asmane Jaionare Bondhu Song By Pagol Hasan:

  • Song: Asmane Jaionare Bondhu
  • Singer: Pagol Hasan
  • Lyrics & Tune: Pagol Hasan

Asmane Jaionare Bondhu Song Lyrics in Bengali: 

ও বন্ধুরে….

দুর আকাশে চাঁন্দের পাশে

ঝলমল করে তারা

আমার কেউ আর নাই রে বন্ধু

কেবল তুমি ছাড়া।

ও বন্ধুরে….

দুর আকাশে চাঁন্দের পাশে

ঝলমল করে তারা

আমার কেউ আর নাই রে বন্ধু

কেবল তুমি ছাড়া।

তুমি বুকের ভিতর রইও রে বন্ধু

বুকের ভিতর রইও

অন্তরে অন্তর মিশাইয়া 

পিরীতের গান গাইও।

তুমি বুকের ভিতর রইও রে বন্ধু

বুকের ভিতর রইও

অন্তরে অন্তর মিশাইয়া 

পিরীতের গান গাইও।

আসমানে যাইও নারে বন্ধু

ধরতে পারবো না তোমায়

পাতালে যাইও নারে বন্ধু 

ছুইতে পারবো না তোমায়

আসমানে যাইও নারে বন্ধু

ধরতে পারবো না তোমায়

পাতালে যাইও নারে বন্ধু 

ছুইতে পারবো না তোমায়

See also  Krodh ( ক্রোধ ) Lyrics || Vikings Band ||

তুমি বুকের ভিতর রইও রে বন্ধু

বুকের ভিতর রইও

অন্তরে অন্তর মিশাইয়া 

পিরীতের গান গাইও।

ও বন্ধুরে…..

সতী নারীর পতী যেমন পর্বতেরই চূড়া

অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গুড়া।

ও বন্ধুরে…..

সতী নারীর পতী যেমন পর্বতেরই চূড়া

অসৎ নারীর গতি তেমন ভাঙ্গা নায়ের গুড়া।

তুমি নায়ের গলই হইও রে বন্ধু

নায়ের গলই হইও

অন্তরে অন্তর মিশাইয়া 

পিরীতের গান গাইও।

তুমি নায়ের গলই হইও রে বন্ধু

নায়ের গলই হইও

অন্তরে অন্তর মিশাইয়া 

পিরীতের গান গাইও।

ও বন্ধুরে.. না করিয়া পাগল হাসান কূল কলঙ্কের ভয়

প্রেম তরণী ভাসাইলাম নামে দয়াময়।

ও বন্ধুরে.. না করিয়া পাগল হাসান কূল কলঙ্কের ভয়

প্রেম তরণী ভাসাইলাম নামে দয়াময়।

তুমি দয়াময়ী হইও রে বন্ধু 

দয়াময়ী হইও

অন্তরে অন্তর মিশাইয়া

পিরীতের গান গাইও।

আসমানে যাইও নারে বন্ধু

ধরতে পারবো না তোমায়

পাতালে যাইও নারে বন্ধু 

ছুইতে পারবো না তোমায়

আসমানে যাইও নারে বন্ধু

ধরতে পারবো না তোমায়

See also  Rekhecho Aral Kore ( রেখেছো আড়াল করে ) lyrics | Eemce Mihad | Miraz |

পাতালে যাইও নারে বন্ধু 

ছুইতে পারবো না তোমায়

তুমি বুকের ভিতর রইও রে বন্ধু

বুকের ভিতর রইও

অন্তরে অন্তর মিশাইয়া 

পিরীতের গান গাইও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button