Atlanta lyrics || আটলান্টা || Raihan Rahee ||
Table of Contents
Atlanta song by Raihan Rahee :
Atlanta Song Is Sung by Raihan Rahee. Atlanta Lyrics In Bengali Written by Raihan Rahee.
- Song : Atlanta
- Vocal : Raihan Rahee
- Tune : Raihan Rahee
- Lyrics : Raihan Rahee
Atlanta Song Lyrics In Bengali :
কত ধোঁয়া উত্তাপে ভাপে স্বচ্ছ কাপে
প্লাস্টার মোড়ানো নরম অধর,
কত ভাগশেষ সময় কাঁটা হয়ে ঘুরে কাঁচ
প্রতিরক্ষায় ঘেরা ঘড়ির ভেতর,
তবু অবিকল চোখ সচল কাজলে কাঁপা
আয়না ধরে কোন জলের ভরে,
তবু কাব্যিক মেঘ শাব্দিক বেগে
ফাঁকা বায়না ধরে কোন রোদের জ্বরে,
তুমি জানো কি তা ?
তুমি জানো নি তা ?
দেখো বিশুদ্ধ পাথর উড়িয়ে দিলাম
তোমার নামে এ,
চা-চিনির এই সম্পৃক্ত রসায়ন গিলে নেয়
বিকেল রোদ,
বহুরুপী আকাশের দিকে তাকাতে গিয়ে
দেখে ফেলি তোমায়,
জেনে যাই কতটা আড়াল
উন্মুক্ত করে তোমার আটলান্টিক চোখ।
কত দৃশ্যের ছবি জেনে ছদ্ম গ্রাফিতি
রঙের আড়াল করে খয়েরি ইট,
কত ক্ষয়ের নেশা ফের জয় করেছে
ধূলোমাখা টেকসই শ্বেত কংক্রিট,
তবু অবিকল চোখ সচল কাজলে কাঁপা
আয়না ধরে কোন জলের ভরে,
তবু কাব্যিক মেঘ শাব্দিক বেগে
ফাঁকা বায়না ধরে কোন রোদের জ্বরে,
তুমি জানো কি তা ?
তুমি জানো নি তা ?
দ্যাখো বিশুদ্ধ পাথর উড়িয়ে দিলাম
তোমার নামে এ,
চা-চিনির এই সম্পৃক্ত রসায়ন গিলে নেয়
বিকেল রোদ,
বহুরুপী আকাশের দিকে তাকাতে গিয়ে
দেখে ফেলি তোমায়,
জেনে যাই কতটা আড়াল
উন্মুক্ত করে তোমার আটলান্টিক চোখ।