Ads
Overall

Ayna ( আয়না ) lyrics || Tanveer Evan ||

Ayna Song By Tanveer Evan:

  • Song: Ayna
  • Track name – Ayna.
  • Artist – Tanveer Evan.
  • Lyrics – Asif sohan.
  • Music Composer- Piran khan.

Ayna Lyrics In Bengali:

বিষাদের দুপুর 

গড়িয়ে সন্ধ্যা নেমেছে,

চাঁদ নামেনি এখনোও

প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে। 

ইচ্ছে ও স্বপ্ন

মিশে গেছে আঁধারে,

তোমার চলে যাওয়া

বদলে দিয়েছে আমাকে। 

অহেতুক তুমি ছুটেছো

মিঠি স্বস্তি খুঁজেছো,

তোমার আমার ব্যবধান

এখনো সর্বোচ্চ। 

আয়নায় চেয়ে দেখো

চোখ কী বলে,

ঠোঁটে হাসি নেই তোমার

আমি আজ নেই বলে। 

বিষাদের দুপুর 

গড়িয়ে সন্ধ্যা নেমেছে,

চাঁদ নামেনি এখনোও

প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে।

ইচ্ছে ও স্বপ্ন

মিশে গেছে আঁধারে,

তোমার চলে যাওয়া

বদলে দিয়েছে আমাকে

বদলে দিয়েছে পুরোটা আমাকে,

তোমার চলে যাওয়া

বদলে দিয়েছে আমাকে। 

চাইলে তুমি পারতে

একটু আস্হা রাখতে

আমি ঠিকই, সব গুছিয়ে নিতাম। 

তুমি বিশ্বাস রাখোনি

চলে গেছো সুখের মোহে,

See also  Dekhbe Ki? (দেখবে কী) lyrics || SIN ||

আমার কান্না পায়ে মাড়িয়ে। 

হারিয়ে, হারিয়ে

গেছো ঐ সুদূরে,

হারিয়ে, হারিয়ে

গেছো কোন সুদূরে। 

অহেতুক তুমি ছুটেছো

মিঠি স্বস্তি খুঁজেছো,

তোমার আমার ব্যবধান

এখনো সর্বোচ্চ। 

আয়নায় চেয়ে দেখো

চোখ কী বলে,

ঠোঁটে হাসি নেই তোমার

আমি আজ নেই বলে। 

বিষাদের দুপুর 

গড়িয়ে সন্ধ্যা নেমেছে,

চাঁদ নামেনি এখনোও

প্রাণহীন সন্ধ্যাতারা ফুটেছে।

ইচ্ছে ও স্বপ্ন

মিশে গেছে আঁধারে,

তোমার চলে যাওয়া

বদলে দিয়েছে আমাকে, আমাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button