Bachte chai ( বাঁচতে চাই আমি বাঁচতে চাই ) lyrics || GR Tanmoy || Centz Vai ||
Table of Contents
Bachte chai Bangla rap song By GR Tanmoy & Centz Vai:
- Song: Bachte chai
- Artist: GR Tanmoy & Shirajum Monir Santo (Centz Vai)
- Mixing & Mastering: GR Tanmoy
Bachte chai song lyrics In Bengali:
এটি একটি মাদকাসক্ত ছেলের কাহিনী।
যে সমাজের কাছে অবহেলিত
সে একজন নেশা গ্রস্ত
সে একজন নেশায় আসক্ত ব্যাক্তি
তো একে নিয়েই আজকের কিছু কাহিনী
সাথে আমি centz vai আর gr Tonmoy
ভ্যা ভ্যা ভ্যাকটর সিএমএ্যাড চলি জোন
মাথা পুরা চালু
শরীরে জ্বালা নেশার প্যারা হইলো শুরু
রোজগার ধান্দা উপায় নাই কাউরে যদি পাই
আমি লুইটা পুইটা নিয়া দিন টা পাড়ি দিতে চাই
আমার ভরপুর পিনিক দরকার নেশা পেশায় আমার কারবার
উত্তেজিত মাথা গরম ব্যাড়ায় ব্যাড়ায় শরীর ছারখার।
ছোট ছোট হতাশা এর একটু নেশা দেখতে দেখতে কেড়ে নিল যত আসা ভরসা
ধীরে ধীরে সব মানুষ গুলো যাচ্ছে আমায় ছেড়ে,
শুধু আঁকড়ে ধরে আছে নেশা এই আমাকে ঘিরে
আমি জানোয়ার হইয়া বন্ধুর গলার মাঝে মারি কামড়
টাকা পয়সা ঘড়ি সব কাইড়া লই মাইরা ফাপর,
বাপ মায় দিছে বার কইরা আমি রাস্তাতে থাকি পইড়া
পইড়া নেশার টাকা যোগাইতে গিয়া কোন দিন যামু মইরা,
কেউ বোঝেনা আমার কথা কেউ শোনে না আমার চিৎকার আমি হিংস্র
আমি জানোয়ার মারি সমাজের ধিক্কার
বাঁচতে চাই আমি বাঁচতে চাই
তোমাদেরকে ভালোবাসতে চাই
সুযোগ চাই কেন সুযোগ নাই
তোমাদেরকে ভালোবাসতে চাই৷ [২বার]
আবেগ দিয়া জীবন গড়া এই জীবনটা
নেশারই গড়া নেশার পিছে ঘুইরা
ঘুইরা আমি পাইনা কূলকিনারা
আমার সকাল বেলা গাঁজা লাগে
দুপুরে লাগে মদ বিকাল বেলা চাক্কি খাইয়া দুপুরে ছিদ্র করি রগ
বোতল রাতে আবার খাইয়া আমি অন্ধকারে পাড়ি
টাকার জন্য বাপের ব্যাগ মায়ের গয়না করছি চুরি
ঢেনঢ্রড় খাইয়া হইসি টাল
বাসা ঢুকলে চোখ লাল
সবার বিশ্বাস দিছি ভাঙ্গা
এমনে চললে কতকাল
বাপের হইছে মাথা নিচু
মায়ের ঝরছে চোখের পানি
আমি কারো সাথে মিশলে তারে লইয়া কানাকানি সমাজ থেকে বিতাড়িত সবার কাছে
অপমানিত নেশা করতে করতে জীবন আমার নেশার মানচিত্র
কখন কোন রাস্তা তে নেশা
কইরা আমি পইড়া থাকি আমার চাল চলনে বাপ মায়ের সম্মান হইছে মাটি
আমি মইরা ও বাঁইচা থাকি নেশা নিয়া
পইড়া থাকি আমার জীবন করছি নষ্ট
এখন মৃত্যু ডাইতো বাকি
বাঁচতে চাই আমি বাঁচতে চাই
তোমাদেরকে ভালোবাসতে চাই
সুযোগ চাই কেন সুযোগ নাই
তোমাদেরকে ভালোবাসতে চাই৷ [২বার]
তিলে তিলে সবারে আমি দিছি খালি কষ্ট
লক্ষ লক্ষ টাকা পয়সা
খালি নেশা কইরা করছি ধংস
বাপ মায় রিহ্যাবে রাখছে বন্দী
রঙিন করতে আমার জগত কিন্তু
ফাপরের মাঝে তাও নেশা করছি নগদ নগদ
আপন বইলা কেউই নাই
সবার জন্যত আমি এক শখের বসে নেশা কইরা আবার পরিস্থিতি দেখ
আমার শরীরে থাকে প্যারা মুখে
মিথ্যা কথার ভাজ এখন
বিবেকের কাছে বন্দী আমি মুক্তি চাই আজ
বাপ মার হাত পা ধইরা আমারে
আরেকটা বার দেখ পাশে থাকে নাই
কেউ সুযোগ দেয়না এই সমাজ
আমি চাই না অন্ধ জীবন আমার
অতীত ফিরিয়ে দাও আমার পাপ
গুলা মুছাইয়া প্রভু মুক্ত কইরা দাও
একজন মানুষ একজন মানুষকে কখনো খারাপ করতে পারে না
নেশাখোর বানিয়ে তুলতে পারে না
একজন ব্যক্তির খারাপ হওয়ার পেছনে
সে নিজেই দায়ি
এটা বুঝতে হবে আমাদের….