Ads
Shohojia

Batha dio na ( ব্যথা দিয়ো না খুব কষ্ট হয় ) lyrics || Shohojiya ||

Batha dio na Song Shohojiya Band:

Batha dio na Song By Shohojiya Band from Rongmistree Bengali Album.

  • Song: Batha dio na
  • Album: Rongmistree
  • Band: Shohojiya

Batha dio na Song lyrics In Bengali:

ব্যথা দিয়ো না খুব কষ্ট হয়

কিছু নষ্ট হয় অস্পষ্ট হয়

ব্যথা দিয়ো না খুব কষ্ট হয়

কিছু নষ্ট হয় অস্পষ্ট হয়

সুরে সুরে গেলে আরো দূরে

একটা গান হয়তো হতে পারে কি যন্ত্রণাময়

যন্ত্রণা দিয়ো না খুব কষ্ট হয়

কিছু নষ্ট হয় অস্পষ্ট হয়

হা হা হা হা হা হা হা হা

সারারাত জেগে জেগে

আয়না কোনো কথা বলেনা

এতবড় শহর কেনো

একটুও রাতে ঘুমাতে দেয়না

ঘরেতে প্রজাপতি উড়ি উড়ি সুখ মেলে না

তোমাকে বোঝার আগে

ভুল বুঝে নিলে কথা হলোনা।

সারারাত জেগে জেগে

আয়না কোনো কথা বলেনা

এতবড় শহর কেনো

See also  Fera ( ফেরা ) Lyrics Shohojia & Band Lalon ||

একটুও রাতে ঘুমাতে দেয়না

ঘরেতে প্রজাপতি উড়ি উড়ি সুখ মেলে না

তোমাকে বোঝার আগে

ভুল বুঝে নিলে কথা হলোনা

থামিয়ে দিয়োনা যদি চলতে চায়

কিছু বলতে চায় একটা গল্প হয়

থামিয়ে দিয়োনা যদি চলতে চায়

কিছু বলতে চায় একটা গল্প হয়

সুরে সুরে গেলে আরো দূরে

একটা গান হয়তো হতে পারে কি যন্ত্রণাময়

সংগ্রহে রাখা থাকা গানের কথা মনে পড়েনা

সন্ধ্যা নদীর পথে বহুদিন হলো হাটতে যাইনা

শব্দ লেখা শেখা দেখার খাতা হারিয়ে গেলে

তুমিও ভাবছো কেনো এখনি যাবে পথটা ফেলে

সংগ্রহে রাখা থাকা গানের কথা মনে পড়েনা

সন্ধ্যা নদীর পথে বহুদিন হলো হাটতে যাইনা

শব্দ লেখা শেখা দেখার খাতা হারিয়ে গেলে

তুমিও ভাবছো কেনো এখনি যাবে পথটা ফেলে

হারিয়ে থেকোনা যদি ধরতে চায়

কিছু করতে চায় একটা দৃশ্য হয়

হারিয়ে থেকোনা যদি ধরতে চায়

কিছু করতে চায় একটা দৃশ্য হয়

সুরে সুরে গেলে আরো দূরে

একটা গান হয়তো হতে পারে কি যন্ত্রণাময়

See also  Ma ( মা ) lyrics || Shohojia Band ||

যন্ত্রণা দিয়োনা খুব কষ্ট হয়

কিছু নষ্ট হয় অস্পষ্ট হয়

ব্যথা দিয়োনা খুব কষ্ট হয়

কিছু নষ্ট হয় অস্পষ্ট হয়.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button