Bhojo Mon Lyrics || Arnob ||
Table of Contents
Bhojo Mon Lyrics by Arnob :
Bhojo Mon Song Is Sung by Arnob from Nonajoler Kabbo Bengali Movie. Music Composed by Shayan Chowdhury Arnob. Starring: Fazlur Rahman Babu, Shatabdi Wadud, Titas Zia, Tasnova Tamanna, Ashoke Bepari And Others.
- Song : Bhojo Mon
- Film : Nonajoler Kabbo
- Singer : Arnob
- Music : Shayan Chowdhury Arnob
- Director : Rezwan Shahriar Sumit
- Writer : Rezwan Shahriar Sumit (story)
- Label : G-Series
Bhojo Mon Song Lyrics In Bengali :
ভজো মন আপনায় আপনি
কেউ নয় সংসারের মাঝে রে,
ভজো মন আপনায় আপনি
কেউ নয় সংসারের মাঝে রে,
হাটের চেনা, পথের চেনা রে
রে পাগলের মন চেনা পরিচয়,
ভবের হাট ভাঙ্গিয়া গেলে
কেউ তো কারো নয় রে,
কেউ নয় সংসারের মাঝে রে,
ভজো মন আপনায় আপনি
কেউ নয় সংসারের মাঝে রে।।
ঘাতক হইলেক মুখ আঁধারি রে
রে পাগলের মন কোন দে ডুবিল বেলা,
ঘাতক হইলেক মুখ আঁধারি রে
রে পাগলের মন কোন দে ডুবিল বেলা,
ভবের হাট ভাঙ্গিয়া গেলে
কি করবি আমারে,
কেউ নয় সংসারের মাঝে রে,
ভজো মন আপনায় আপনি
কেউ নয় সংসারের মাঝে রে।।
রাজার বাড়িতে চুরি গেলে কে…
পাগলের মন নদীর পাড়ে শী,
রাজার বাড়িতে চুরি গেলে কে…
এ পাগলের মন নদীর পাড়ে শী,
খাট-পালঙ্ক শুকান’ক থুইয়া
পানিতে পাড়ে নিদ্ রে,
কেউ নয় সংসারের মাঝে রে,
ভজ মন আপনায় আপনি
কেউ নয় সংসারের মাঝে রে।।