Ads
Overall

Bidrohi ( বিদ্রোহী ) lyrics || Stentorian ||

Bidrohi song by Stentorian Band:

Song: Bidrohi

Band: Stentorian

Origin:Dhaka,BanglaDesh

Album: Protimuhurtey ( 2005 ) 

Genre:Heavy/Thrash Metal

Type:Full-length

Released In:October 2005

Label:G-Series

Lineup:

Rabiul Awal Real – Vocals

James Kabir – Guitars

Sumit Gaurab – Guitars

Anabeel Sen – Bass

Saquib Ahmad – Drums

Bidrohi song lyrics In Bengali:

সবকিছু ভেঙে ফেলে উঠে দাঁড়াবে কবে

নতুন করে সব সাজাবে কবে

এতসব অনিয়ম এতসব দুর্ভিক্ষের জাল

এতসব ভেঙে ফেলে কর নতুন দিনে বিন্যাস

তোমার অপেক্ষায় আছে নিরন্ন লোক

তোমার অপেক্ষায় কাঁদে শোকার্ত মা

তোমার অপেক্ষায় আছে নির্বাক পাখি

তোমার জন্য জাগে আকাশের চাঁদ

উঠে এসো সাহসী তুমি পাথুরে দেয়াল ভেঙে আগ্নেয়গিরির ধ্বংস ক্ষমতা নিয়ে চলে এসো তুমি সাত সমুদ্র মথিত করে এসো তুমি বিদ্রোহী

অন্ধ তীরের মতো এসে যাও ধ্বংসের চাতালে

তোমার অপেক্ষায় আছে নিরন্ন লোক

তোমার অপেক্ষায় কাঁদে শোকার্ত মা

See also  Naam na jana pakhi lyrics || Arijit Singh & Shreya Ghoshal ||

তোমার অপেক্ষায় আছে নির্বাক পাখি

তোমার জন্য জাগে আকাশের চাঁদ

তোমার অপেক্ষায় আছে নিরন্ন লোক

তোমার অপেক্ষায় কাঁদে শোকার্ত মা

তোমার অপেক্ষায় আছে নির্বাক পাখি

তোমার জন্য জাগে আকাশের চাঁদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button