Ads
Bangla_Song

Bilombit Lyrics by Tathagata

Bilombit Lyrics by Tathagata :

Godhuli Prensents Bilombit Song Is Sung by Tathagata from Insane Bengali Short Film. This Film Directed by Sneha Karar And Souranil Singha. Music Composed by And Bilombit Lyrics Written by Tathagata

Insane Short Film Cast : Debopriyo Sadhukhan

  • Song : Bilombit
  • Short Film Name : Insane 
  • Vocal, Composition & Lyrics : Tathagata 
  • Music Arrangement : Saikat Mondal 
  • Mixing & Mastering : Dip Neogi 
  • Programming : Kamalesh Roy 
  • Music Video Edit : Dishani Das & Subhodip Manna 
  • Digital Art : Sneha Karar
  • Written & Directed By : Sneha Karar & Souranil Singha 
  • Produced By : Rabindranath Mitra 
  • Label : Godhuli 

Bilombit Song Lyrics In Bengali :

এই রোদের পাশে ছায়া

ভীষণ দমকা জোলো হাওয়ায়,

আজ তোমার ঘরে ঠান্ডা এলেও

ওদের ঘরে শীত,

শুধু ঘুম পাড়াবো বলে

তোমায় ডাকছি আমি কোলে,

শুধু ঘুম পাড়াবো বলে

তোমায় ডাকছি আমি কোলে। 

See also  Koto Ta Porabe Lyrics|| কতটা পোড়াবে || Taposh || Zia Uddin Khan || New Bangla Song 2020 ||

কানে কানে শুনিয়ে দিতে 

একটু বিলম্বিত,

তোমার কানে কানে শুনিয়ে দিতে 

একটু বিলম্বিত।।

বলো এর বেশি কি চাওয়া

শুধু দু, একটা গান গাওয়া,

বলো এর বেশি কি চাওয়া

শুধু দু, একটা গান গাওয়া,

তোমার ঐশ্বরীক তিনটে চোখের 

দূরত্ব কিঞ্চিৎ।

যদি গলায় পরি ফাঁসি

হেসে জাতিস্মরের হাসি,

যদি গলায় পরি ফাঁসি

হেসে জাতিস্মরের হাসি,

তুমি দুঃখ ভুলে রাত বিরেতে 

শুনিয়ো বিলম্বিত।।

আরো শব্দ শোনা যাবে

হয়তো কয়েকটা দিন বাদে,

সব পুরোনো সংবাদে

এই আদুরে জঞ্জাল,

যদি মৃত্যুমুখী ফানুস

এই হাওয়ায় ভাসে তখন,

যদি মৃত্যুমুখী ফানুস

এই হাওয়ায় ভাসে তখন,

হয়তো কপাল জোরে দেখতে পারো 

তাদের সর্বনাশ।

আমার তোমায় ছোঁয়া বাকি

তোমার চোখের-মুখের আদল,

তবু আঁকড়ে ধরে রাখি

তোমার ভেজা শাড়ির আঁচল।

এই চায়ের কাপের চুমুক

একটু ঘুম হারিয়ে ঝিমুক,

তার উত্তেজনায় মুহূর্তরা

হারায় দিকবিদিক।

তাই তোমার মুখের আদল

আনে সংলাপেতে বদল,

তাই তোমার মুখের আদল

আনে সংলাপেতে বদল,

তখন সুযোগ বুঝে 

See also  Meera Lyrics | Rahul Dutta |

শুনিয়ো নাহয় একটু বিলম্বিত,

তখন সুযোগ বুঝে 

শুনিয়ো নাহয় একটু বিলম্বিত,

তখন সুযোগ বুঝে শুনিয়ো না হয়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button