BINIRMANER POTHE ( বিনির্মাণের পথে ) lyrics || CYANIDE BAND ||
Table of Contents
BINIRMANER POTHE SONG BY CYANIDE BAND:
Song: BINIRMANER POTHE
Band: CYANIDE
Vocal: Saki
Presented By: Genesis Music Home and Studio
Video Powered by BD EVENT RAJSHAHI
Album: Oboshese( band mix album)
Lyrics: Md Shajid
Tune: Md Shajid & Saki (Bridge section)
Composition: Md Shajid
Band members :
Saki – Vocal
https://www.facebook.com/melodyXmachine
Hayat – Riff guitar
https://www.facebook.com/SAMIULISLAMH…
Shajid – Lead guitar
https://www.facebook.com/silentshajid
Swapno – Bass guitar
https://www.facebook.com/Ibne.sabit.s…
Prottoy – Drums
https://www.facebook.com/Prottoy.Cyanide
Manager – Alamin Khan
Guest Appearance:
Orchestra Voice:
Nazmun Afroz
Meera Susmita
Nasif Prio
NA Abir
Violin:
Odhora Shreyoshi Authoi
Flute:
Samiul Shibly
Keyboard:
Sazal Mridha
Recording Studio: Genesis Music Home and Studio
Mix and master: Ak Ratul
Video edit and color: ZF Ayon
Supported by: Rajshahi Melody Center
Creatives partner: Tattoo studio Rajshahi
Online Promotional Partner: BBMFC
Stock Video Source: Youtube
BINIRMANER POTHE SONG LYRICS IN BENGALI:
বদ্ধ দেয়াল ভেঙ্গে আলোর ছায়ার নিচে
আমরা মিলেছি আজ উদয় লগ্নে
হাজারো রাত শেষে একটি ভোর আসে
হাহাকারের হুঁশিয়ারে
স্বপ্নজয় হবে একটি প্রহর শেষে
মঞ্চ প্রস্তুত আছে সংগোপনে
সম্ভাবনার চোখে যুদ্ধমন্ত্র সাথে চলে
আলোর মহাপথে
গ্লানি সেতো ইতিহাস হয়ে মুছে গেছে
চোখ মেলে দেখ তুমি সেই পাহার চুরায়
কপাটের ওপারে এবার সূর্য হাসবে দেখ
অবশেষে শুনবে বিজয় নিশ্বাস
সূর্যস্নানের সাথে বর্ণিল স্বপ্ন একে
ভ্রান্তির পরাজয়ে আমরা উন্মাদ
নিশ্চুপ লোকালয়ে শব্দ উঠছে ভেসে
শুনতে কি পাও তুমি এই বিস্ময় হুংকার
বিষণ্ণতার অবসাদ রাঙিয়ে কত প্রহর ঘুরে
ইতিহাস পুড়িয়ে অন্তিম সূর্যদয়ের দলের শামিল
বিনির্মাণের পথে যুদ্ধাহত সময়ের ধংস্স্তুপ গুছিয়ে
বিনিদ্র স্মৃতির স্মরণে বারুদ ঝরা সেই গ্লানিকে
করেছি নত আড়ালে সবাই যেন এই বিজয়ে
মুখোরিত হবে অবশেষে ।