Overall
Boka Mon ( বোকা মন ) Lyrics || Miraz || Eemce Mihad ||
Table of Contents
Boka Mon Lyrics by Miraz And Eemce Mihad :
Boka Mon Song Is Sung by Shahnewaz Chowdhury Miraz. Music Composed by Eemce Mihad And Lyrics Written by Miraz And Mihad.
- Song : Boka Mon
- Vocal : Shahnewaz Chowdhury Miraz
- Lyrics & Tune : Eemce Mihad & Shahnewaz Chowdhury Miraz
- Music Composer : Eemce Mihad
- Lyrical Video &Thumbnail : Abdul Kader Tuhin
Boka Mon Song Lyrics In Bengali :
হলে না যে তুমি আামার
তবু তোমায় ফিরে পাওয়ার
প্রার্থনাতে খুঁজতে গিয়ে
চোখ ভিজে যায়।
আজও আমি আশায় থাকি
শুধু তোমার ফেরা বাকী
আসবে তুমি ফিরে আবার
মিথ্যে সান্তনায়।
ভুলে গিয়ে আমায় তুমি
আছো কার কাছে?
একা জীবন কষ্টের কতো
বোঝায় বলো কাকে
বোকা মন…বোকা মন…
বুঝলি না…কে যে আপন.. (২বার)
কত কি যে বলেছিলে
ব্যাথা ঠিকই দিয়ে গেলে
সত্যি বলতে নিজের মাঝে
নিজে আমি নাই।
তবু ভালো থেকো তুমি
দিনের শেষে আমার আমি
চোখ বুঝলে তোমার স্মৃতি
কড়া নাড়ে হায়।
ভুলে গিয়ে আমায় তুমি
আছো কার কাছে?
একা জীবন কষ্টের কতো
বোঝায় বলো কাকে
বোকা মন…বোকা মন…
বুঝলি না…কে যে আপন.. (৪বার)