Ads
Overall

Boka Premik ( বোকা প্রেমিক ) lyrics – Rayhan Islam Shuvro

প্রিয় পাঠক আপনি যদি অনলাইনে ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন Boka Premik ( বোকা প্রেমিক ) lyrics – Rayhan Islam Shuvro পাওয়ার জন্য তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিভিন্ন গান, কবিতা ও চন্দের লিরিক (Lyrics) নিয়ে ভরপুর আমাদের ওয়েবসাইট। চলুন তাহলে শুরু করা যাক।

Boka Premik Song By Rayhan Islam Shuvro:

  • Title: Boka Premik
  • Singer: Rayhan Islam Shuvro
  • Lyrics : Rayhan Islam Shuvro
  • Music : Rayhan Islam Shuvo
  • Release Date : Jun 23, 2018

Boka Premik Lyrics In Bengali:

শুধু তোমার কণ্ঠস্বর শুনবো বলে,
রাতের পরে রাত জাগা আমার।
চোখে ঘুম নিয়ে,
জেগে জেগে স্বপ্ন দেখা।

তুমি ভালো থেকো,
যদি আমার না হও,
অন্য কারো হয়ো না।

যদি ইচ্ছে হয়,
না হয় আমার সাথে তুমি করো ছলনা,
তুমি অন্য কারো হয়ো না।

তোমাকে সকাল থেকে,
ভেবে রাত নামে আমার।
তোমাকে আনমনে খুঁজি,
তুমি খোঁজনা কেন আমায়?

See also  Amar Chalaki ( আমার চালাকি ) Lyrics || Anupam Roy ||

তুমি ভালো থেকো,
যদি আমার না হও,
অন্য কারো হয়ো না।

যদি ইচ্ছে হয়,
না হয় আমার সাথে তুমি করো ছলনা,
তুমি অন্য কারো হয়ো না।

তোমার পথ চলা,
আমার শহরের বুকে।
বোকা প্রেমিক হয়ে রবো
তোমার ছায়া হয়ে।

তুমি ভালো থেকো,
যদি আমার না হও,
অন্য কারো হয়ো না।
যদি ইচ্ছে হয়,

না হয় আমার সাথে তুমি করো ছলনা,
তুমি অন্য কারো হয়ো না। – [ ২ বার ]

ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে Boka Premik ( বোকা প্রেমিক ) lyrics – Rayhan Islam Shuvro খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button