Ads
Bangla_Song

Bolo tumi ki amar hobe ( বলো তুমি কি আমার হবে ) lyrics From Sir, I love You Natok Song|New Natok Song 2020|Banglalyrics580|

Bolo Tumi Ki Amar hobe ( বলো তুমি কি আমার হবে ) by Nayeem Hossain Tanjir In Bangla Lyrics :

Title: Bolo Tumi Ki Amar Hobe
Singer: Nayeem Hossain Tanjir
Tune & Music: Naved Parvez
Lyric: Wasique Saikat
Drama : Sir, I love You 
Cast: Afran Nisho & Mehazabien Chowdhury 
Director: Kajal Arefin Ome
Production: Motion Rock
Produced: RingID

Bolo Tumi Ki Amar hobe ( বলো তুমি কি আমার হবে ) In Bangla Lyrics :

হুম…লালালা…হুম..লালা..আহা.. 
বলো তুমি কি আমার হবে?
বলো রাখবে কি অনুভবে । 
বলো তুমি কি আমার হবে?
বলো রাখবে কি অনুভবে । 
বই এর পাতায় ডুবছে না যে মন,
চোখের ভাষায় কাটছে সারাক্ষণ।
সামনে এলে মন বলছে এখন
তোমায় পাওয়া বড় প্রয়োজন।

বলো তুমি কি আমার হবে,

বলো রাখবে কি অনুভবে। [২বার]


খেয়ালি স্বপ্নে বিভোর দু নয়ন

জড়িয়ে রাখে প্রেমে আবরণ
আনমনা হবার অবাক শিহরণ
করছে প্রাণের ভেতর বিচরণ।
বই এর পাতায় ডুবছে না যে মন,
চোখের ভাষায় কাটছে সারাক্ষণ।
সামনে এলে মন বলছে এখন
তোমায় পাওয়া বড় প্রয়োজন।
বলো তুমি কি আমার হবে?
বলো রাখবে কি অনুভবে। [৪ বার]
লালালা..
See also  Mukhochobi ( মুখছবি) lyrics ||Shohan Jajabor||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button