Highway
Brihoshpoti ( বৃহস্পতি ) Lyrics || Highway Band ||
Table of Contents
Brihoshpoti Song By Highway Band:
Brihoshpoti Song Is Sung By Eather Hasan From Highway Band.Brihoshpoti was written & tuned by Eather Hasan.
- Song: Brihoshpoti
- Vocal: Eather Hasan
- Band: Highway
- Lyrics: Eather Hasan
- Guitarist: Ishmam Intesar
Brihoshpoti Song Lyrics In Bengali:
অসঙ্গায়িত এক আঘাতে বিদ্ধস্ত,
হয়ে গেছে আমার সময় আজ,
আছে কিছু কথা আছে আমি বলবনা,
তোমাদের নিয়মে এগুলো মিলবেনা,
ভুলবোঝার চেয়ে নাবোঝাই থেকে যাক,
আমার নিয়মগুলো আধারে মিলিয়ে যাক।
তোমাদের নিয়মেই চলুক, নগরীর দেয়াল ঘরি,
আলোকিত হোক, এই নগরী।
আমার জন্ম হলো শনিতে,
এসে পরলাম, এই পৃথিবীতে,
এখন যাপন করছি,
বৃহশ্পতির জীবন,
এক একাই, করছি, উৎযাপন।
আমার রক্তে চলছে যত ভবঘুরে লোহিত কষ্ট,
আমার চোখে যা লিখা তা, তোমাদের চোখে অষ্পষ্ট,
অজানা পাপের দায়ে বড়ন করেছি এক বিষাক্ত পন্থা,
সস্তা যত মুখোশে বন্দি, তোমাদের তথাকথিত সামাজীক বন্য সত্যা।
আমার জন্ম…….