Ads
Overall

Byartho Shohorer Gaan Lyrics by Paloma Majumder

Byartho Shohorer Gaan Lyrics by Paloma Majumder :

Byartho Shohorer Gaan With Love, Calcutta OST Sung by Paloma Majumder. Music Composed, Recorded, Mixed and Mastered by Adil Rashid. Jani Tui Chole Jabi Byartho Shohorer Gaan Lyrics Written by Aritra Sengupta.

  • Song : Byartho Shohorer Gaan
  • Singer : Paloma Majumder
  • Lyrics : Aritra Sengupta
  • Composed by: Adil Rashid
  • Label : M.A.D (Mad About Drama) 

Byartho Shohorer Gaan Song Lyrics In Bengali :

জানি তুই চলে যাবি

জানি ভুলে যাওয়া সহজ,

জানি করবে না বারন

বোবা এই শহর। 

তবু তুই ভালো থাকিস

রেখে অন্য ঠোঁটে ঠোঁট,

আমিও সময় মতো 

হয়ে যাবো নিখোঁজ ..

জানি তবু আমি ভালো আছি

জানি বিচ্ছেদ-ই নিয়ম,

জানি খুঁজবে না কারন

অস্থির এই শহর,

তবু যদি পিছু ডাকিস

ডাকে অতীতের চোরা স্রোত,

আমিও নির্লজ্জতায়

আবার হবো তোর।

See also  Amar Ekta Nodi Chilo (আমার একটা নদী ছিল) lyrics

কোলকাতা বেঁচে থাকে বুকের ভেতর

যেন প্রথম প্রেমের মতো ব্যার্থ,

এই শহর..

কোলকাতা বেঁচে আছে রূপকথা হয়ে

সব রূপকথাই আসলে সম্মোহন .. হো..

কোলকাতা বেঁচে থাকে বুকের ভেতর

যেন প্রথম প্রেমের মতো ব্যার্থ

এই শহর ..

কোলকাতা বেঁচে থাকে রূপকথা হয়ে

সব রূপকথাই আসলে সম্মোহন …

জানি তুই চলে যাবি

জানি ভুলে যাওয়া সহজ।। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button