Owned The Band
Charkona Shotto ( চার কোণা সত্য ) lyrics – Owned
Table of Contents
Charkona Shotto Song By Owned The Band:
Charkona Shotto Song By Owned The Band From Owned Two Bengali Album.Charkona Shotto Song Lyrics In Bengali Written By Fasihuddin Ahmed Itmam.
- Song – Charkona Shotto
- Album – Owned Two
- Band – Owned
- Lyrics – Fasihuddin Ahmed Itmam
Charkona Shotto Song Lyrics In Bengali:
প্রিয় আমার অদ্ভুদ সময়
কোথায় হারালে এখনো তুমি
সাজানো সব কেড়ে নিয়ে
আধার ও আলো দুভাগ করে দিয়ে
মিথ্যে সব মিথ্যে
মিথ্যে সব মিথ্যে
উড়ে চলে যাও আমাকে নিয়ে যাও
যেখানে কোনো আসার বাধা নেই
উড়ে চলে যাও আমাকে নিয়ে যাও
যেখানে কোনো আসার বাধা নেই
যা চেয়েছি কেন সবই মিথ্যে
বল কেউ সাজানো ছবি মিশে গেছে আঁধার
মিথ্যে সব মিথ্যে
মিথ্যে সব মিথ্যে
চার কোনা বাক্সে দেখেছিলাম
রঙিন স্বপ্ন
ভেবেছি কতকি আসলে সত্য কি
তার রূপে নিজেকে দেখেছি
ভেবেছি কতকি আসলে সত্য কি
উড়ে চলে যাও আমাকে নিয়ে যাও
যেখানে কোনো আসার বাধা নেই
উড়ে চলে যাও আমাকে নিয়ে যাও
যেখানে কোনো আসার বাধা নেই