Ads
FavoriteHighway

Chaya ( ছায়া ) lyrics- Highway || Ayahuasca | Aether|

প্রিয় পাঠক আপনি যদি অনলাইনে ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন Chaya ( ছায়া ) lyrics- Highway || Ayahuasca | Aether| পাওয়ার জন্য তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিভিন্ন গান, কবিতা ও চন্দের লিরিক (Lyrics) নিয়ে ভরপুর আমাদের ওয়েবসাইট। চলুন তাহলে শুরু করা যাক।

Chaya ( ছায়া ) lyrics- Highway || Ayahuasca | Aether|

Song: Chaya
Vocal: Hasan Aether
Album: Ayahuasca
Band: Highway

Chaya Song Lyrics In Bengali:

ওরা কারা ?
বানিয়ে দিয়ে গেল,
এমন জটিল ছায়া,
যে ছায়া নড়তে জানে,
যে ছায়া ধরতে জানেনা,

ওরা কারা, আরো বানিয়ে গেল,
এমন দারুন দারুন ছায়া,
যে ছায়া চলতে জানে,
যে ছায়া বলতে জানে না।

ছায়ারা যখন চলে যায়, কোথায় তারা চলে যায়?
ছায়ারা যেখানে চলে যায়, সেখানে কবে যাবে এই ছায়া।(chorus chant)

ওরা কারা আরো বানিয়ে গেল,
এমন অভিমানি ছায়া,
যে ছায়া কাঁদতে জানে,
যে ছায়া হাসতে জানেনা,

See also  Depression ( ডিপ্রেশন ) Lyrics By GR Tanmoy||Bangla Rap Song||Banglalyrics580||

ওরা কারা বানিয়ে দিয়ে গেল,
এমন জাদুকরী ছায়া,
যে ছায়া প্রশ্ন জানে,
যে ছায়া উত্তর জানে না,
যে ছায়া উত্তর জানে,
যে ছায়া প্রশ্ন জানেনা,
ছায়ারা যখন চলে যায়, কোথায় তারা চলে যায়?
ছায়ারা যেখানে চলে যায়, সেখানে কবে যাবে এই ছায়া।

ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে Chaya ( ছায়া ) lyrics- Highway || Ayahuasca | Aether| খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button