Highway
Chayanama ( ছায়ানামা ) lyrics || Highway Band ||
Table of Contents
Chayanama Song By Highway Band:
- Song: Chayanama
- Band: Highway
- Album: মা’বার (Crossing Point)
- Vocal: Eather
- Backing Vocals: Sharar Galeeb Chowdhury & Ankan Kumar (Smooches)
- Lyrics: Eather
- Calligraphy and Artwork : Nazm Anwr
- Creative editor: Ibon Ibtesham Majid
][HIGHWAY][
- Ishmam – All over the place
- Eather – Songwriter & Vocals
- Samin – Guitars
- Samuel – Drums
- Ibon – Keyboards
Chayanama Song Lyrics In Bengali :
পাথুরে শরীর, পাথরের চোখ,
আজ নিশ্চিনহ এই ছায়ার পাড়ে।
ছায়া ছবি চলে নির্মম,
অজানা বর্ণমালায় আকা ছায়া ছবি,
আমাকে দিয়ে যাচ্ছে যত সত্যের বিবরণ;
আমি সত্যের চাপে পৃষ্ঠ।
শুধু দেখে যাই…
ধরতে পারছিনা কিছুই, আমার হাত নেই।
বলতে পারছিনা কিছুই, আমার কণ্ঠ নেই,
আমি ভাবতে পারছিনা কিছুই, আমার মস্তিষ্ক নেই।
অজানা বর্ণমালায় আঁকা ছবি বিবরণের চাপে,
সব পৃষ্ঠ হয়ে গেছে,
আমি শুধু, বেচে আছি এখনো,
আমি কে,
আমি কোথায় …