Anjan
Cigarette Lyrics By Anjan Dutta ||From Aami Ashbo Phire||Neel|Banglalyrics580||
Table of Contents
Cigarette Lyrics By Anjan Dutta :
A lilting nostalgic ballad.The song talks of the inevitable.No matter what we do, one day we all have to leave this world. Sung and written by Anjan Dutt himself and composed by Neel Dutt, the song has quintessential Anjan quality: it talks of death with a lot of love and a touch of humor.It’s important to forgive, forget and make amends because finally nothing will live forever.The music is essentially acoustic.The use of the Nylon String guitar and the mandolin lends a latin feel to the song.
Song : Cigarette
Singer : Anjan Dutt
Composer : Neel Dutt
Lyrics : Anjan Dutt
Recorded & Mastered : Aural Workstation, Kolkata
Drums : Deboprotim Baksi
Bass : Aakash Ganguly
Guitars : Neel Dutt
Piano & Keyboards : Shibasish Banerjee
Mandolin : Diptanshu Roy
Cigarette Lyrics By Anjan Dutta In Bengali :
চলে যেতে গেলে পিছুটান ভুলে যেতে হবে
বলে যেতে গেলে অভিমান ভুলে যেতে হয়
হেরে গেলে গোলাম চোর তাস ফেলে দিতে হবে
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই ।
শান্ত শহরও হয়ে যায়,
ঘুমিয়ে পড়ে;
ক্লান্ত শরীর বিছানায় সরে যেতে চায়
উড়ে চলে যায় জমা জঞ্জাল ঘূর্ণিঝড়ে
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই ।
দেখো পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই
পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই ।
জ্বলে জ্বলে জ্বলে মোমবাতি হ্যাপি বার্থডে
গলে যেতে যেতে কত রাগ জমা হয়ে যায়
কমে যেতে যেতে কত কান্না কাঁদা হয় না
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই ।
জলে চলে যায় কত আশা কত ভরসা
ঝগড়ার শুরু আর শেষ কলতলায়
পাশা খেলে হেরে গেছে, তাই কুরুক্ষেত্র
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই ।
পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই
পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই ।
চলে যেতে গেলে পিছুটান ভুলে যেতে হবে
বলে যেতে গেলে অভিমান ভুলে যেতে হয়
হেরে গেলে গোলাম চোর তাস ফেলে দিতে হবে
অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই ।
পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই
পুড়ে যেতে হবে যেন তাই
হ্যালো হ্যালো হ্যালো গুডবাই ।
][ সমাপ্ত ][