Defy
Defy – Aloor Chop (আলুর চপ) lyrics||
Table of Contents
Aloor chop song by Defy:
- Song: Aloor chop
- Band: Defy
- Album: Obak Obhijan (অবাক অভিযান)
- Lyrics: Rezaie
- Tune & Composition: Defy
- Mix & Master: Rafsan
- Videography, Production and Concept: Sajib, Julius and Rezaie
Aloor chop Lyrics In Bengali:
২৩শে মার্চের হাহাকার জুড়ে,
আলুর চপ আর টমেটো সসের কান্না
আমার, আমার, আমার, পায়ে ব্যাথা
আমার, আমার, আমার, নাকে ময়লা
স্বাধীনতা তবু আমাকে যে চায়নি – আমি চেয়েছি স্বাধীনতা
টি এন টি, পরিবাগ, হলি ফ্যামিলির মোড়ে খুলেছি যে চটপটি খাতা
আমার, আমার, আমার, পেটে কথা
সবার বাবার শার্টের হাতা কাটা
চেতনার বাই সাইকেলে বাঘ
চোরে উড়ে ঊড়ে মারে মশা
শ্যাম্পুর বোতলে শরবত
ভালোবাসা তাজা কচি শসা
ইন্দ্রিয়ের অন্ধ কাবাবে – খাওয়া দাওয়া তাই পড়ালেখা
টিএন টি, পরিবাগ, জিগাতলা, গুলশানে ঘামে গন্ধে মুখে হাসি মাখা