Defy
Defy – Onuronon (অনুরণন) lyrics ||
Table of Contents
Onuronon song by Defy Band:
- Song: Onuronon
- Band: Defy
- Album: Obak Obhijan (অবাক অভিযান)
- Lyrics &Tune: Rezaie
- Composition: Defy
- Mix & Master: Rafsan
Onuronon song lyrics In Bengali:
ভুলে যেও না যতদূর আমি যাই
রবো তোমারি মনে
আসবো ফিরে আমি
দস্যি বাতাস হয়ে
তোমারি আলিঙ্গনে
আবারও উঠবো মেতে অনুরনমে
লাগে যদি কাঁপন শীতের সকালে
ছুঁয়ে দেবো এক ফালি রোদ কপালে
হারিয়ে যদি যাই আঁধারে
খোঁজে পাবে যে না গানে
দুজনের স্বপ্ন গাঁথার অনুরনমে
লাগে যদি খুব একা মাতাল বরষায়
মুছে দেবো কষ্ট তোমার সহসায়
হারিয়ে যদি যাই আঁধারে
খোঁজে পাবে যে না গানে
দুজনের স্বপ্ন গাঁথার অনুরনমে