Ads
Bangla_Song

Dekha Hobe Taratari (দেখা হবে তাড়াতাড়ি) lyrics

Dekha Hobe Taratari song By Debanjan Dhar:

Song Title : Dekha Hobe Taratari

Vocals, Composition, Lyrics : Debanjan Dhar 

Guitars: Nathan Patra and Debanjan

Programming: Sagnik Kolay                  

Mix and Master: Sumit Nandi at Crescendo Studios           

Recordist: Ritesh Das

Dekha Hobe Taratari song lyrics In Bengali:

দেখা হবে তাড়াতাড়ি

তবে তাড়াহুড়ো নেই যে আর 

জানি দেখা হবে কালই

ছবিগুলো নিয়ে যাবো আর 

অচিরে অচিরে 

হৃদয়ে হলফনামা

বদলাবে ঠিকানা তোমার 

আরো একটু আধুনিক, 

হতে পারলে হতো ভালো 

তুমি এতটা স্বাভাবিক

অমলীন উদ্ভাসিত আলো

তিমিরে ফিরে শেখানো হবে আয়নায়

মেপে মেপে বাসতে ভালো

আগে থেকে বলে রাখি

আমি রাখবোনা খবর তোমার

সামাজিক মাধ্যমে 

খুঁজবোনা মিথ্যে উপচার 

শুধু প্রহরে প্রহরে 

প্রতিধ্বনি তোমার নামে

নালিশে নালিশে পাহাড় 

See also  Purono Ei Shohorer ( পুরোনো এই শহরের ) Lyrics ||Sajan Chakrabarty||

শুনবে নালিশে নালিশে পাহাড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button