Bangla_Song
Dekha Hobe Taratari (দেখা হবে তাড়াতাড়ি) lyrics
Table of Contents
Dekha Hobe Taratari song By Debanjan Dhar:
Song Title : Dekha Hobe Taratari
Vocals, Composition, Lyrics : Debanjan Dhar
Guitars: Nathan Patra and Debanjan
Programming: Sagnik Kolay
Mix and Master: Sumit Nandi at Crescendo Studios
Recordist: Ritesh Das
Dekha Hobe Taratari song lyrics In Bengali:
দেখা হবে তাড়াতাড়ি
তবে তাড়াহুড়ো নেই যে আর
জানি দেখা হবে কালই
ছবিগুলো নিয়ে যাবো আর
অচিরে অচিরে
হৃদয়ে হলফনামা
বদলাবে ঠিকানা তোমার
আরো একটু আধুনিক,
হতে পারলে হতো ভালো
তুমি এতটা স্বাভাবিক
অমলীন উদ্ভাসিত আলো
তিমিরে ফিরে শেখানো হবে আয়নায়
মেপে মেপে বাসতে ভালো
আগে থেকে বলে রাখি
আমি রাখবোনা খবর তোমার
সামাজিক মাধ্যমে
খুঁজবোনা মিথ্যে উপচার
শুধু প্রহরে প্রহরে
প্রতিধ্বনি তোমার নামে
নালিশে নালিশে পাহাড়
শুনবে নালিশে নালিশে পাহাড়