Desh Giyeche Veshe Lyrics Tasrif khan || Kureghor ||
Table of Contents
Desh Giyeche Veshe Song By Tasrif Khan:
Song: Desh Giyeche Veshe
Vocal & Tune: Tasrif Khan
Lyrics: Tanbhir Siddiki
Sound & Video: @Tanjeeb Khan
Desh Giyeche Veshe lyrics In Bengali:
দেশ গিয়েছে ভেসে!
আমার দেশ গিয়েছে ভেসে ।
শুনে সবাই এক দৌড়ে
নদীর পাড়ে এসে!
ডুকরে কাঁদে,রাত্রি জেগে
ফেসবুকে তে শেষে !
দিচ্ছে স্টেটাস, ইচ্ছে মত
দেশটা গেছে ভেসে!
দেশ গিয়েছে ভেসে আমার দেশ গিয়েছে ভেসে
শুনে সবাই দেশটা খোঁজে নদীর পাড়ে এসে
দেশ গিয়েছে ভেসে আমার দেশ গিয়েছে ভেসে
শুনে সবাই দেশটা খোঁজে ফেইসবুকেতে শেষে।।
ধনী-গরীব নির্বিশেষে
দুঃখ ভরা মনে,
দিচ্ছে শেয়ার স্ট্যাটাস গুলো,
দেশ গেছে কোনখানে?
কেউ একজন ভীষণ রেগে
বলেই দিল শেষে
দেশ না পেলে লাইভে যাব
ফেইসবুকেতে এসে!
হঠাৎ শুনি কয়টা বোকা
ছেলে মেয়ে মিলে
পথে নেমে কাজে লেগে গেছে
দেশ টা দেশটা বলে!
ওরা নাকি পথে থেকেই
পথের ধুলো ধুয়ে
মাথার ঘামে দেশ ভিজিয়ে
পথেই রবে শুয়ে!
এই না শুনে সুশীল সমাজ হা হা রিয়েক্ট দিয়ে
ব্লক মেরে দেয় এদের প্রোফাইল ঘুমায় শান্তি নিয়ে।
দেশ গিয়েছে ভেসে আমার দেশ গিয়েছে ভেসে
শুনেই সবাই দেশটা খোঁজে নদীর পাড়ে এসে
দেশ গিয়েছে ভেসে আমার দেশ গিয়েছে ভেসে
শুনেই সবাই দেশটা খোঁজে ফেইসবুকেতে শেষে।।
এসব যত বোকার হদ্দ
জ্যাম করে রাখে পথ,
এদের কোন কাজ নাই বুঝি
ফেসবুকে নাই মত!?
এরা শুধুই গন্ডগোলের,
করছে শুরু যত,
ঐ একাত্তরের লাল সবুজের
মুক্তি সেনার মত!!
খবর আসে বোকা ছেলেমেয়ে গুলো
রাজপথে রয়ে যাবে
ঠিক যতদিন, ধর্ষণ আর
অন্যায়কারীর রবে!
অন্যায় গুলো ধুয়ে মুছে দিয়ে
সত্য ন্যায় এর পথে
বিশ্বের বুকে মাথা উঁচু করে
দাঁড়াবেই এক সাথে!
এই না শুনে সুশীল সমাজ হা হা রিয়েক্ট দিয়ে
ব্লক মেরে দেয় এদের প্রোফাইল ঘুমায় শান্তি নিয়ে।
দেশ গিয়েছে ভেসে আমার দেশ গিয়েছে ভেসে
শুনেই সবাই দেশটা খোঁজে নদীর পাড়ে এসে
দেশ গিয়েছে ভেসে আমার দেশ গিয়েছে ভেসে
শুনেই সবাই দেশটা খোঁজে ফেইসবুকেতে শেষে।।