Ads
Bangla_Song

Dhoka Lyrics (ধোঁকা) Arman Alif|| Banglalyrics580||

Title : Dhoka

Singer : Arman Alif
Music : Amzad Hossain
Lyrics : Suhrid Sufian
Tune : Ehsan Rahi

Label : Dhruba Music Station

Dhoka Song by arman alif Lyrics In Bengali :

সেইদিন তোকে দেখলাম একটা ছেলের সাথে রে
তোর দুটি হাত ছিলো সেই ছেলের হাতে রে,
বুকটা আমার ভেঙ্গে গেলো চোখে জমে জল
আর কতটা কষ্ট দিবি সরাসরি বল।
ষোলোআনা প্রেম কোরিয়া পাইলাম এক আনা
ভালোবাসার নামে শুধু জুটলো যাতনা,
লোকে বলে ভালোবাসা এখন শুধুই পাপ
সেই পাপেতে ডুইবা তোকে দিচ্ছি অভিশাপ ..
তুই আমারে ধোঁকা দিয়া সুখ তো পাবিনা
ফিরে আসবি তুই কখনো এটাও ভাবিনা,
তুই যারে যা ইচ্ছে হলে দূরে চলে যা
শুধু একবার শেষ দেখা দিয়া বিদায় বলে যা।
তোর জন্য কতকিছু ছাড়িলাম আমি
ছোটকালের বন্ধুর চেয়ে তুই ছিলি দামি,
হঠাৎ করে কি বুঝে আজ বদলে গেলি তুই
এখন আমার এতো জ্বালা কোন সাগরে থুই।
ষোলোআনা প্রেম কোরিয়া পাইলাম এক আনা
ভালোবাসার নামে শুধু জুটলো যাতনা,
লোকে বলে ভালোবাসা এখন শুধুই পাপ
সেই পাপেতে ডুইবা তোকে দিচ্ছি অভিশাপ
তুই আমারে ধোঁকা দিয়া সুখ তো পাবিনা
ফিরে আসবি তুই কখনো এটাও ভাবিনা,
তুই যারে যা ইচ্ছে হলে দূরে চলে যা
শুধু একবার শেষ দেখা দিয়া বিদায় বলে যা
][ সমাপ্ত ][
Tag :
See also  Bachelor Party Song Lyrics|ব্যাচেলার পার্টি সং|from Bachelor Point session 2| Ahmed Souren | Banglalyrics580|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button