Bangla_Song
Diner Sheshe ( দিনের শেষে ) lyrics || Bjoyroth ||
Diner Sheshe Song By Yamin Elan:
Diner Sheshe Song Is Sung By Yamin Elan From Bjoyroth Bengali Band.Diner Sheshe Song lyrics In Bengali Written By Yamin Elan.
- Song: Diner Sheshe
- Band: BjoyRoth
- Vocal: Yamin Elan
- Lyric & Tune : Yamin Elan
- Composition: BjoyRoth
- Guitar: Yamin Elan
- Bass: Ashfakur Rahman
- Drums: Shaikat Paul
- Keyboard: Shuvro
- Video Director: Elan
- Edit & Color grade: Shuvro
- First AD & Executive Producer:
- Record Label: Gaanchill Musi
Lyrics-
সময়ের সাথে ফিরে আশা
বিবন্ন কষ্টে নিবিড়
রহস্যময় তোমার হাসির আড়ালে
সুখের চাদর
বিবর্ণ বিষাদ থেকে সন্ধ্যা নামে
তোমার ছোয়ায় আমার শরীর ঝরে পরে
ভালোবাসা লাল গোলাপ
দিনের শেষে
শুকনো ফুল আজ রাতে
দিনের শেষে
শুকনো ফুল আজ রাতে
ব্যাথা রয়ে গেছে অশ্রু নিলে
হারিয়ে যাই ক্ষনে ক্ষনে তারই ভিড়ে
ধীরে ধীরে নেমে এসো
স্বপ্নিল সেই পাহাড়ে
আমার ঠিকানায়
তুমি…..
বিবর্ণ বিষাদ থেকে সন্ধ্যা নামে
তোমার ছোয়ায় আমার শরীর ঝরে পরে
ভালোবাসা লাল গোলাপ
দিনের শেষে
শুকনো ফুল আজ রাতে
দিনের শেষে
শুকনো ফুল আজ রাতে
আশা নিরাশাতে অভিমানে
বিবাগী এক দিন শেষে,
ঘরে ফেরে…
বিবর্ণ বিষাদ থেকে সন্ধ্যা নামে
তোমার ছোয়ায় আমার শরীর ঝরে পরে
ভালোবাসা লাল গোলাপ
দিনের শেষে
শুকনো ফুল আজ রাতে
দিনের শেষে
শুকনো ফুল আজ রাতে