Ads
Shohortoli Band

Droher Dore Deho ( দ্রোহের দরে দেহ ) lyrics || Shohortoli Band ||

Droher Dore Deho Song By Shohortoli Band:

  • শিরোনামঃ দ্রোহের দরে দেহ
  • গীতিকবিতাঃ গালিব আজিম
  • সুরঃ বিদ্যুত্‍ রহমান 
  • ব্যান্ডঃ শহরতলী
  • অ্যালবামঃ বরাবর শহরতলী

Droher Dore Deho song lyrics in Bengali:

খোলা রাস্তায়, নিয়ন আলোর ভীড়ে,

মর্গের স্তব্ধতা, অন্ধ রাতের

জঠরে।

হেঁটে হেঁটে যায়, মগজের মেঝতে;

মিশে যেতে চায় স্বত্তায়,

নাকি দ্রোহের দরে দাম চায়৷

এভাবে জীবন নাকি, জীবন নিয়ে

প্রহসন;

বয়ে যাওয়া দ্রোহের শরীর জুড়ে,

বৃথা দেহের আস্ফালন৷

বোধেরা কেন জানি সমঝোতা চায়,

একাকী রাতের মানে,

বোধের দরে ক্রমশ ক্ষয়৷

সরীসৃপ অন্ধকার,

স্বপ্নের দেহে বেড়ী জড়ায়;

নিশাচরের হাহাকার৷

তবু, স্বপ্নেরই প্রতীক্ষায়…..

এভাবে জীবন নাকি, প্রতিপদে

প্রহসন;

মৃতের শরীর জুড়ে মর্গের উত্‍সব

যাপন৷

See also  Upochaya (উপছায়া) lyrics || Shohortoli Band ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button