Ads
Hindu dormio Gan

Dugga Dugga (দুগ্গা দুগ্গা ) Lyrics by Sunidhi Chauhan ||

Dugga Dugga Lyrics by Sunidhi Chauhan :

Dugga Dugga Durga Puja Song Is Sung by Sunidhi Chauhan. Music Composed by Kaushik And Guddu. Song Lyrics In Bengali Written by Kaushik Indranil Das.

 Dugga Dugga Lyrics by Sunidhi Chauhan Durga Puja Song


Dugga Dugga Song Lyrics In Bengali :

পুজো পুজো আসছে বলে 
বোবা ঢাকে যাদুর কাঠি,
পুজো পুজো আসছে বলে 
কুমোরটুলি গঙ্গামাটি,
গোমড়া-মুখো পাড়ার দোকান 
সাজছে আবার নতুন সাজে,
কিছুতেই মন বসে না 
পড়ছে ভাটা সকল কাজে,
হোক পুজোর গান 
তার তালে তালে প্রাণ,
মন যে আনচান আমার হলো 
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো ..

মন জুড়ে অন্য হাওয়া 
খুশিতে হারিয়ে যাওয়া, 
অশুভর হবেই নিধন দুঃখ রবে না,
লালপেড়ে নতুন শাড়ি
নবরূপে রং বাহারি, 
উলুতে করবো বরণ  
আসছে ঘরে মা,
আগমনী, শঙ্খধ্বনি 
কাশবনে ঢেউ উঠেছে, 
তাই হোক পুজোর গান 
তার তালে তালে প্রাণ, 
মন যে আনচান আমার হলো 
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো ..

ছোট ছোট বাচ্ছাগুলো দু’চোখ জুড়ে খুশির আলো
ডালে ডালে শিউলি কুঁড়ি 
উৎসবেরই ডাক পাঠালো,
পূজাবার্ষিকী পাতা প্রবীণ মনেও হাতছানি দেয় 
বয়েসের উড়িয়ে ধুলো 
ভরিয়ে তোলে আলোর ছোঁয়ায়, 
হোক পুজোর গান 
তার তালে তালে প্রাণ, 
মন যে আনচান আমার হলো 
বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো ..

দিন গুনে অপেক্ষাতে 
কেটে যায় বছরটাতে, 
শরতের ডানায় চড়ে দশভুজা মা, 
মিলনের ভাসিয়ে ভেলা 
আবেগের সিঁদুর খেলা 
ধুনুচির ছন্দে ওড়ে অপার  মহিমা।
চন্ডীপাঠে অঞ্জলিতে 
সুরগুলো বাঁধ ভেঙেছে 
তাই হোক পুজোর গান 
তার তালে তালে প্রাণ 
মন যে আনচান আমার হল 
বল দুগ্গা এল, বল দুগ্গা এল …

দুগ্গা দুগ্গা লিরিক্স – সুনিধি চৌহান :

Pujo pujo asche bole
boba dhake jadur kathi
Pujo pujo asche bole
Kumortuli gongamaati
Gomramukho para dokan
Sajche abar notun saaje
Kichutei mon bose na
Porche bhata sokol kaaje
Hok pujor gaan
Taar taale taale praan
Mon je aanchaan amar holo
Bolo dugga elo, bolo dugga elo



Song Info-
Song : Dugga Dugga
Singer : Sunidhi Chauhan
Music : Taakdoom
Composer : Kaushik – Guddu
Lyrics : Indranil Das
Music Production : ZIA
DOP : Nagen Baishya
Label : SVF
See also  Om Namah Shivaya lyrics - Bob Marley ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button