Hindu dormio Gan
Dugga Elo ( দুগ্গা এলো ) Lyrics by Monali Thakur || Durga pujar gaan ||
Table of Contents
Dugga Elo Song by Monali Thakur:
Dugga Elo Lyrics by Monali Thakur :
Dugga Elo Song Is Sung by Monali Thakur Durga Puja Song 2019. Music Composed by Guddu. Song Mixing and Mastering by Zafar Iqubal Ansari. Bolo Bolo Dugga Elo Song Lyrics Written by Indranil Das.
Song : Dugga Elo
Singer : Monali Thakur
Composer : Guddu
Lyricist : Indranil Das
Music Production : Shubhadeep Mitra & Kaushik
Acoustic and Electric Guitar : Aditya Shankar
Dotara and Charangoo : Tapas Roy
Dhak : Prafulla Das
Music on : Zee Music Company
Dugga Elo Song Lyrics In Bengali :
দেখ মন, কাশ বন দুলছে যে সারি,
কবে ঢাক, দেবে ডাক দিন গুনছে যে তারই।
শিউলি মাখা গল্প আগমনীর সুর
কুমারটুলির গন্ধ ছড়ালো,
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
রাতভোর তোড়জোড় কত উৎসবে মাখা
টই-টই হৈ-চৈ সব ঠিক করে রাখা,
করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর
বোধনের রং প্রাণে ছড়ালো
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
চারদিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা
বৈঠক থেকে রাগ সব হুল্লোড়ে ভাসা।
ধুনুচির ছন্দে সে জে হৃদয়ের তাল
হবে ষষ্ঠীতেই শুরু চলো…
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
কবে ঢাক, দেবে ডাক দিন গুনছে যে তারই।
শিউলি মাখা গল্প আগমনীর সুর
কুমারটুলির গন্ধ ছড়ালো,
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
রাতভোর তোড়জোড় কত উৎসবে মাখা
টই-টই হৈ-চৈ সব ঠিক করে রাখা,
করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর
বোধনের রং প্রাণে ছড়ালো
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
চারদিন প্ল্যানিং আজ ফুর্তিতে ঠাসা
বৈঠক থেকে রাগ সব হুল্লোড়ে ভাসা।
ধুনুচির ছন্দে সে জে হৃদয়ের তাল
হবে ষষ্ঠীতেই শুরু চলো…
বলো বলো দুগ্গা এলো,
বলো বলো দুগ্গা এলো..
দুগ্গা এলো লিরিক্স – মোনালি ঠাকুর – দূর্গা পূজার গান :
Dekh mon kash bon dulche je sari
Kobe dhak debe daak din gunche je tari
Shuili makha golpo agomonir sur
Kumartulir gondho choralo
Bolo bolo dugga elo
Bolo bolo durga elo