Bangla_Song
Dur Kono Gaye ( দূর কোনো গাঁয়ে ) lyrics | Konal |
Table of Contents
Dur Kono Gaye Song By Konal:
- Song: Dur Kono Gaye | দূর কোনো গাঁয়ে
- Vocal: Konal | কোনাল
- Lyrics: Asif Iqbal | আসিফ ইকবাল
- Tune & Music: Shouquat Ali Imon | শওকাত আলী ইমন
- Label : Gaanchill Music | গানচিল মিউজিক
Dur Kono Gaye lyrics in Bengali:
দূর কোনো গাঁয়ে মন উড়ে যায়
পথ যেন আঁকাবাঁকা
দুচোখে আকাশ কি অভিলাষ
চুপকথা লুকিয়ে রাখা।
যেন বাতাসেরও আগে ধায় ভাবনা
থাক এলো চুলে ছুটে চলা থাকনা।
সোনা রং মিশে থাকে সবুজে
পথিক কি ঠিকানা পায় খুঁজে
মেঠো পথে বুড়ো বট দাঁড়িয়ে
ক্লান্তিতে ছায়া দেয় বাড়িয়ে।
যেন বাতাসেরও আগে ধায় ভাবনা
থাক এলো চুলে ছুটে চলা থাক।
কত সুখ মেঘছায়া রোদ্দুরে
জানিনা তো ঐ গাঁ কদ্দুরে
এক মাঝি ডাকে যেতে নদীতে
আমি বুঝি ফিরে যাবো স্মৃতিতে ।
যেন বাতাসেরও আগে ধায় ভাবনা
থাক এলো চুলে ছুটে চলা থাক।
দূর কোনো গাঁয়ে মন উড়ে যায়
পথ যেন আঁকাবাঁকা
দুচোখে আকাশ কি অভিলাষ
চুপকথা লুকিয়ে রাখা।
যেন বাতাসেরও আগে ধায় ভাবনা
থাক এলো চুলে ছুটে চলা থাক।