Overall
Dushopner Mukti ( দুঃস্বপ্নের মুক্তি ) lyrics || Metrical Band ||
Table of Contents
Dushopner Mukti Song By Metrical Band:
- Song: Dushopner Mukti
- Lyric: Pratim Gupta
- Tune: Metrical
- Band: Metrical
- Recording: SJ Studio and Bumble Bee
- Mix and Master: A K Ratul (Funk Noodles Studio)
- DOP: AMLAN DHAR PARTHA
- Director: BISHAL AKASH
- Colour & Editing : Tarikul Islam
- Production House: Pocket’s Diary
- Audio Artwork: Maherunnissa Joty
Dushopner Mukti song lyrics In Bengali:
দুঃস্বপ্নের মাঝে ভীত আমি মৃত কল্পনায়
স্বপ্নে ঘেরা পৃথিবী আমায় হারায়
হারাই আমি নির্মম বাস্তবতায়
ক্লান্ত সময় বিষণ্ণ মৌনতায়
বিষণ্ণতায় আমর নিরবতায়
ভাঙতে চাই আমার সব আঁধার
মুক্তির পথে হাত বাড়িয়ে ভেসে যাই
যেখানে স্বর্গ খুঁজে পাই
আমি আবার …
অদৃশ্য নীরব আমার হাহাকার
চার দেয়ালে বন্ধ আমার নিঃশ্বাস
আঁধার কাটে আসে ভোর
নতুন গল্পে কাটে ঘোর …।।
বিষণ্ণতায় আমর নিরবতায়
ভাঙতে চাই আমার সব আঁধার
মুক্তির পথে হাত বাড়িয়ে ভেসে যাই
যেখানে স্বর্গ খুঁজে পাই
আমি আবার …
Band Members –
Raihan Akhand ( Front Man )
Rehan Talukder Oni (Bass)
Pratim Gupta (Guitar)
Erfat Hossain Sajib ( Keyboard )
Mohim Hassan (Drums )