Ebhabei Tumi Boro Hoyo (এভাবেই তুমি বড় হোয়ো) lyrics – Rupam Islam
Table of Contents
Ebhabei Tumi Boro Hoyo (এভাবেই তুমি বড় হোয়ো) Song by Rupam Islam:
Ebhabei Tumi Boro Hoyo Song By Rupam Islam & Backing Vocals Srijita Mitra.Ebhabei Tumi Boro Hoyo Lyrics & Music By Rupam Islam.
- Song: Ebhabei Tumi Boro Hoyo
- Lyrics, Music & Vocals: Rupam Islam
- Backing Vocals: Srijita Mitra
- Keyboards & Arrangement: Shibasish Banerjee
- Guitars, Bass & Drums: John Paul
- Recording, Mixing & Mastering: Prasenjit ‘Pom’ Chakrabutty
Ebhabei Tumi Boro Hoyo Song Lyrics in Bengali:
এভাবেই তুমি বড় হোয়ো
মাথা রেখে বন্ধুর কাঁধে
বিরহের গল্প শুনিও
ঝরা সময়ের অবসাদে
আকাশের মুখ ভার হলে
স্মৃতিরও ওজন বাড়ে জানি
তুমি বরং রঙ সাজিয়ে
উজ্জ্বল করো ফুলদানি
এখন ভোরের আদালতে
শিশুর সমন জারি হল
মেঘ উড়ন্ত হেফাজতে
অমাবস্যার ছবি আঁকে
যত থতমত অপঘাতে
উপচে পড়েছে তৃষ্ণা
মরুদেহ ক্ষরা ঠোঁট চেটে
স্থাণুবৎ একা বসে থাকে
তবুও তো তুমি বড় হবে
ছেঁড়া মানচিত্র বিছিয়ে
ঝুড়ি ঝুড়ি ঝিনুক কুড়োবে
ছুটে যাবে নোনা পথ দিয়ে
সৈকত আমার হল না
দূরে দূরে বইল কি জলও?
ভেজা হাত সরিয়ে নিও না
(তুমি) আমায় ভেজাবে বলো
(তুমি) আমায় ভেজাতে চলো
নিরস নিরেট অপলাপে
প্রমাণের উর্ধ্বকমা
কারাগার ভেঙে যেত যদি
কাক পক্ষীরা না জানত
বিগত জীবন-অভিশাপে
সুদ-আসল খরচ জমা
পাশবই ছিড়ে আসা যেত
যদি ডেকে নিত দিনান্ত
তবু জানি তুমি বড় হবে
একদিন লুকিয়ে চুরিয়ে
যৌবন কিনে ঠকে যাবে
শৈশবটাকে বেচে দিয়ে
বেঁচে থাকা আমার হল না
তুই কি আমার হতে পারিস?
চোখে চোখ সরিয়ে না নিয়ে
শূন্যতা শুষে নিতে পারিস
সমুদ্র আমার হল না
(শুধু) নোনা জলে চোখ ছলোছলো
ভেজা চোখ মুছিয়ে দিও না
আমি তোমায় ভেজাব চলো