Ads
Overall

Ekai 100 (একাই ১০০) Drama Song Lyrics||Bohemiyan (বোহেমিয়ান) By Tanjib Sarowar ||

Ekai 100 Drama Song By Tanjib:

গানঃ বোহেমিয়ান
কথাঃ সোমেশ্বর অলি
কন্ঠঃ তানজীব সারোয়ার
সুর ও সংগীতঃ সাজিদ সরকার
Bohemian Song Lyrics In Bengali :
তোমার ঘর তোমার উঠান
তোমার পাড়ায়
আমি কেও নই জানি
আমি এক বোহিমিয়ান।
তোমার মন তোমার জীবন
চোখের তারাই
আমি কেও নই জানি
আমি এক বোহিমিয়ান।
আমি আকাশের মতো তোমার
ঘরের বাইরে থাকি
আমি বাতাশের মত বাশির সুরে
তোমায় ডাকি
আমি আকাশের মতো তোমার
ঘরের বাইরে থাকি
আমি বাতাশের মতো বাশির সুরে
তোমায় ডাকি
তুমি ভিড়ভিড়িয়ে বলছো কথা
আমার চিন্তা ধারায়
যেন শিরশিরিয়ে বয়ছো তুমি
আমার শীরারায়
আমি খুব গভীরে এই অনুভব
জড়িয়ে রাখি
অনুভুতির হাজার গল্প এখনও
বলা বাকী
আমি আকাশের মতো তোমার
ঘরের বাইরে থাকি
আমি বাতাশের বাশির মতো সুরে
তোমায় ডাকি
তোমার ঘর তোমার উঠান
তোমার পাড়ায়
আমি কেও নই জানি
আমি এক বোহিমিয়ান।
তোমার মন তোমার জীবন
চোখের তারাই
আমি কেও নই জানি
আমি এক বোহিমিয়ান।
আমি আকাশের মতো তোমার
ঘরের বাইরে থাকি
আমি বাতাশের মত বাশির সুরে
তোমায় ডাকি
আমি আকাশের মতো তোমার
ঘরের বাইরে থাকি
আমি বাতাশের মতো বাশির সুরে
তোমায় ডাকি…
See also  কয়লা | Koyla | Jesan Ovi |New Bengali Song Lyrics 2020|Banglalyrics580|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button