Ads
Minar

Ektukhani ( একটুখানি ) Lyrics By Minar Rahman|Bangla New Song 2020| Tawsif Mahbub | Mehazabien Chowdhury|

Ektukhani ( একটুখানি ) Song By Minar Rahman:

Ektukhani Dekhbo Bole Lyrics Minar Rahman

Song Details-

Song

Ektukhani

Vocal

Minar Rahman

Lyrics

Asif Iqbal

Tune & Composition

Minar Rahman

Music Arrangement

Sajid Sarker

Starring

Tawsif Mahbub and Mehazabien Chowdhury

D.O.P

Nazmul Hasan & Shafiqul Alam

Producer

Asif Iqbal

Ektukhani Dakhbo Bole Lyrical video :

Ektukhani ( একটুখানি ) Song Lyrics in Bengali:

একটু খানি দেখবো বলে

আকাশ পাতাল ইচ্ছে আমার

মনেতে সারাটি ক্ষণ শুধুই উঁকি দিচ্ছে।

একটু খানি দেখবো বলে

আকাশ পাতাল ইচ্ছে আমার

মনেতে সারাটি ক্ষণ শুধুই উঁকি দিচ্ছে।

তুমি স্বপ্নে দেখা রাজকন্যা যেন

আমায় তুমি দেখেও এখন

দেখছো না যে কেন।

ভালোবাসা বুঝি এমনই তো হয়

কোনো কিছুই, কোনো কিছুই

মানছে না তো হৃদয়।

এত চেনা শহরে, অন্য আদরে

অন্য মায়াতে আমায় ছেড়ে,

তুমি কোথায় বলো চলে যাও।

এত চেনা শহরে, অন্য আদরে

অন্য মায়াতে আমায় ছেড়ে,

তুমি কোথায় বলো চলে যাও।

একটু পাশে রাখব তোমায়

অবুঝ সবুঝ ইচ্ছে আমার

See also  আখের গোছায় লিরিক্স

হৃদয়ে তোমারই গান

শুধুই বুঝি বাজছে।

একটু পাশে রাখব তোমায়

অবুঝ সবুঝ ইচ্ছে আমার

হৃদয়ে তোমারই গান

শুধুই বুঝি বাজছে।

তুমি রূপকথারই রাজকন্যা যেন

একটু হেসে আমায় তুমি,

ডাকছো না যে কেন?

ভালোবাসা তো এমনই হয়

কোনো কিছুই, কোনো কিছুই

মানছেনা তো হৃদয়।

এত চেনা শহরে, অন্য আদরে

অন্য মায়াতে আমায় ছেড়ে,

তুমি কোথায় বলো চলে যাও।

এত চেনা শহরে, অন্য আদরে

অন্য মায়াতে আমায় ছেড়ে,

তুমি কোথায় বলো চলে যাও।

নীল আর হলুদের রাজ প্রহরা মাখামাখি

মনের ভেতরে পাগল ডাকাডাকি

তাকিয়েই থাকি, তাকিয়েই থাকি

আমার দু’চোখ তোমাকে ধরে রাখি,

তোমাকে ধরে রাখি।

এত চেনা শহরে, অন্য আদরে

অন্য মায়াতে আমায় ছেড়ে,

তুমি কোথায় বলো চলে যাও।

এত চেনা শহরে, অন্য আদরে

অন্য মায়াতে আমায় ছেড়ে,

তুমি কোথায় বলো চলে যাও।

ওওও….

একটুখানি দেখব বলে গান – মিনার রহমান:

Ektukhani dekhbo bole

Akash patal icche amar

Monete sarati khon shudhui uki Dicche…[2x]

Tumi swopne dekha raajkonya jeno

See also  Durey Hariye lyrics By Miner Rahman||From Batch27 (drama) ||Bangla new Song lyrics ||Banglalyrics580||

Amay tumi dekheo ekhon dekhchho na je keno.

Bhalobasa bujhi emoni toh hoy

Kono kichui, kono kichui

Manche na toh hridoy

Eto chena Shohore, onno adorey

Onno mayate amay chere

Tumi kothay bolo chole jao..[2x]

Ektu Pashe Rakhbo Tomay

Obuj sobuj icche amar

Hridoyer tomari gaan

Shudui buji bajche..[2x]

Tumi Rupkothari Raajkonya jeno

Ektu heshe amay tumi,

Dakhcho na je keno?

Valobasa to emoni hoy

Keno kichui keno kichui manchena hridoy

Eto chena Shohore, onno adorey

Onno mayate amay chere

Tumi kothay bolo chole jao..[2x]

Neel ar holuder raaj prohora makhamakhi

Moner vetore pagol dakadaki

Takiyei thaki, takiyei thaki

Amar duchokh tomake dhore rakhi

tomake dhore rakhi.

Eto chena Shohore, onno adorey

Onno mayate amay chere

Tumi kothay bolo chole jao..[2x]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button