Ads
Overall

Ghum Pariye Dio (ঘুম পাড়িয়ে দিও) Lyrics ||Sumon||

Ghum Pariye Dio Song By Sumon:

Song : Ghum Pariye Dio (ঘুম পাড়িয়ে দিও)
Singer : Sumon & Anila
Lyric & Tune : Sumon
Music : Fuad al Muqtadir
Album : Ekhon Ami
Language : Bangla
Label : Agniveena
Ghum Pariye Dio Song Lyrics In Bengali :
আবার আমি উঠে দাঁড়াই
আঁধারের মাঝে আলো ছড়াই
দেখি যেন তোমার ছাঁয়া
ডাকছ নতুন দিনে আমায়
হয়তো হেমন্তের কোন এক সকালে
যাবে তুমি আমায় ফেলে
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি
গানের খাতা ধুলো পড়া
লিখতে বসি নতুন কথা
স্বপ্নের মাঝে ছবি আঁকি
যেথায় আছি শুধু তুমি-আমি
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি
হয়তো যাবে তুমি আমায় ভুলে
ঝাপসা হব আমি তোমার চোখে
ঘুম পাড়িয়ে দিও…
See also  Nirobey Kichukkhon ( নিরবে কিছুক্ষন ) Lyrics|| প্রবাহ এ্যালবাম || Miles Band ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button