Lalongeeti
guru subhab dao amar mone ( সুভাব দাও আমার মনে ) lyrics lalon fokir || Lalon geeti ||
Song : Subhab Dao Amar Mone (সুভাব দাও আমার মনে)
Lyric & Tune : Fakir Lalon Shah
Language : Bangla
Label : Banglalyrics580
Guru Subhab Dao Amar Mone Song lyrics Lalon Fokir:
রাঙ্গা চরণ যেনো ভুলিনে
রাঙ্গা চরণ যেনো ভুলিনে
গুরু সুভাব দাও আমার মনে
গুরু সুভাব দাও আমার মনে [২বার]
তুমি নির্দয় যাহার প্রতি
সদাই ঘটে তার কুমতি
তুমি নির্দয় যাহার প্রতি
সদাই ঘটে তার কুমতি
তুমি মনরথের হংসরথি
তুমি মনরথের হংসরথি
যথা লও যাই সেখানে
গুরু সুভাব দাও আমার মনে
গুরু সুভাব দাও আমার মনে
গুরু তুমি মনের মন তরী
গুরু তুমি তন্ত্রের তন্ত্রী
গুরু তুমি মনের মন তরী
গুরু তুমি তন্ত্রের তন্ত্রী
গুরু তুমি যন্ত্রের যন্ত্রী
গুরু তুমি যন্ত্রের যন্ত্রী
না বাজাও বাজবে কেনে
গুরু সুভাব দাও আমার মনে
গুরু সুভাব দাও আমার মনে
আমার জন্ম অন্ধ মন নয়ন
গুরু তুমি বৈদ্য সচেতন
আমার জন্ম অন্ধ মন নয়ন
গুরু তুমি বৈদ্য সচেতন
চরণ দেখবো আশার কয় লালন
জ্ঞানঅন্জ্ঞন দাও মোর নয়নে
চরণ দেখবো আশার কয় লালন
জ্ঞানঅন্জ্ঞন দাও মোর নয়নে
গুরু সুভাব দাও আমার মনে
গুরু সুভাব দাও আমার মনে
চরণ যেনো ভুলিনে
রাঙ্গা চরণ যেনো ভুলিনে
গুরু সুভাব দাও আমার মনে
গুরু সুভাব দাও আমার মনে
……সমাপ্ত……