Taalpatar_Shepai
Haal Na Charar Gaan ( হাল না ছাড়ার গান ) Song Lyrics By Taalpatar Shepai | Pritam Das| Kritee Roy|
Haal Na Charar Gaan ( হাল না ছাড়ার গান ) Song Lyrics By Taalpatar Shepai In Bengali :
Haal Na Charar Gaan Bengali Song is sung by Pritam Das.Haal Na Charar Gaan Lyrics In Bengali Written by Kritee Roy.
SONG INFO
Song : Haal Na Charar Gaan
Lyrics : Kritee Roy
Vocal/compostion : Pritam Das Ukulele : Sumon Ghosh
Band : Taalpatar shepai
তুমি ঘুমিয়ে পড়ার পরে
ঠিকই ভোরের গাড়ি আসে
আর বিগত রাত ভয়কে
নিয়ে পালালো বাইপাসে।
তুমি দু’চোখে ফের ঝাপটা
দিলে রোদ মাখানো জলে
মানুষ চিরকালই জেনো
হাল না ছাড়ার দলে…
তুমি ভয় পেও না,
লিখতে গিয়েও, লিখলে না
সে চিঠি তোমার বুকের ভেতর
কাঁপিয়ে গেল বিশ্ব পরিস্থিতি।
আমি তাও বলছি,
লড়াই শেষে আসবে ফিরে
ভালো তুমি মনের মধ্যে
একটু খোঁজো সচেতন এক আলো।
দেখো প্রকৃতি ঠিক শান্ত হবে,
আঁধার যাবে চলে।
আবারও সুর আসবে ফিরে
ক্লান্ত পাখির কোলে
আমরা আবার হাসবো জোরে,
জড়িয়ে নেবো বুকে সাময়িক
এই ঘরবন্দির কাব্য যাবে চুকে…
শুধু আস্থা রাখো, সতর্ক হও অন্ধকারের দিনে ঠিক লড়াই শেষে
ফিরবো সবাই স্বপ্নগুলো কিনে।
তুমি ভয় পেয়োনা এই অসুখের
মনখারাপী ছলে মানুষ চিরকালই
জেনো হাল না ছাড়ার দলে…
][ সমাপ্ত ][