Hoongkar ( হুংকার ) lyrics || Aftermath Band ||
Table of Contents
Hoongkar Song By Aftermath Band:
- Song: Hoongkar
- Album: Jed
- Band: Aftermath
- Lyric: Navid & Sakib
Hoongkar Song Lyrics in Bengali:
চিৎকার…
চিৎকার করে… …
চিৎকার করে বলো… …
কিসের নেশা আমার ঘিরে ধরে
বেঁধেছে বাসা শেকড়ের অন্ধকারে
দিচ্ছে বিষিয়ে সমাধি স্থল
বাকরুদ্ধ স্লোগানের ভীরে, নিশ্চুপ এক স্বর
নিজের প্রতিফলন দেখে আজ আমার এই অভিনয়
একদিন আমায় দেখে তোমার লাগবে ভীষণ ভয়
রুদ্ধ আত্মদহনে
হুংকার ছাড়বে আমার জেদ
মিথ্যে ঘৃনার রাজত্বে
হুংকার ছাড়বে আমার জেদ
ক্রোধের আত্মচিৎকারে
হুংকার ছাড়বে আমার জেদ…জেদ…জেদ…জেদ
দেখি আলোর মশাল মাথায় নিয়ে
নামলো কে আকাশ থেকে
ছুটবো কি আমি সেই পথে নাকি
হারিয়ে যাবো দুনিয়ার রঙে……তাই
আমার এই অভিনয়
একদিন আমায় দেখে তোমার লাগবে ভীষণ ভয়
রুদ্ধ আত্মদহনে
হুংকার ছাড়বে আমার জেদ
মিথ্যে ঘৃনার রাজত্বে
হুংকার ছাড়বে আমার জেদ
ক্রোধের আত্মচিৎকারে
হুংকার ছাড়বে আমার জেদ
…হুংকার ছাড়বে আমার জেদ
ঘৃণা, অসহায়তা, প্রতারক আস্পর্ধা
হিংস্রতার ছেলেমানুষী দেখে অভিমানে ভেঙ্গো না
এটা অবধারিত যে
অসহায় নিপীড়িত তারা জানে না কার ইশারায়
চলে বিকট এই যুদ্ধ দানব
এই সময় এই অভিনয়
মেনে নিয়ে বাচার কি মানে হয়
বিপ্লবী ভাবনা গুলো সাজিয়ে
শোনাও তোমার চিৎকার
……………………………………হুংকার