Taalpatar_Shepai
Hridoya ( হৃদয়া ) lyrics | Taalpatar shepai |
Table of Contents
Hridoya Song By Taalpatar shepai Band:
- Song- Hridoya
- Singer/Composer- Pritam Das
- Band: Taalpatar shepai
- Lyrics- Kritee Roy
- Piano/pads- Pritam Das
- Mixing /Mastering-Sumon Ghosh
- Cover Art by- Saikat Roy
Hridoya Song Lyrics in Bengali –
এখানে বন্দি জানালাতে
ঘনিয়ে আসে চোখে
অবিরত স্মৃতি…!
আকাশের ডাকঘরে দেখি
সীমান্তে জমেছে
মেঘের ডাকটিকিট…
তোমাকে অনুভবে
সাজিয়ে ভেবে ভেবে
কত শব্দলতা বাড়ে…
সময় ফুল হয়ে
অপেক্ষার জলে
ফুটবে ঠোঁটের কিনারে…
দেখা হোক আলোয়; কাটুক এ ছায়া
কতকাল দেখিনি তোমায় হৃদয়া…
চার দেওয়ালে থমকে আছে বাঁচা
ডানা খুঁজছে বাতাস ভেঙে খাঁচা…..
তুমিও প্রান্তবাসিনী আজ
বহুদূরে একা
প্রবাসী নীড়ে আজ…!
আমায় ভেবে ভেবে ঠিকই
তুমিও বুনে যাবে
স্মৃতির কোলাজ…!
ব্যথায় নুয়ে পড়া
পৃথিবী ক্লান্ত অসুখে
এখন চারিদিক…
তবুও আশা রাখি
আমরা মুখোমুখি
জড়িয়ে ধরবোই ঠিক….!
দেখা হোক আলোয়; কাটুক এ ছায়া
কতকাল দেখিনি তোমায় হৃদয়া…
চার দেওয়ালে থমকে আছে বাঁচা
ডানা খুঁজছে বাতাস ভেঙে খাঁচা…