Ads
James

James- Kobita (কবিতা ) / Poddo Patar Jol Lyrics ||

Kobita Tumi Shapnocharini / Poddo Patar Jol Song By James:

Song Info-

  • শিরোনামঃ কবিতা
  • কন্ঠঃ জেমস
  • কথাঃ তরুণ
  • শিষঃ চারু
  • সুরঃ জুয়েল বাবু
  • অ্যালবামঃ ও আমার প্রেম

Kobita Song Lyrics In Bengali:

কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না

কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (2বার)
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

বেদনাসিক্ত অশান্ত এই মন

খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
বেদনাসিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (2বার)
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

See also  Maa (মা) lyrics by James (জেমস)||Bangla Lyrics||

নয়ন গভীরে আঙ্গিনা

নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাব তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা।
নয়ন গভীরে আঙ্গিনা
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাব তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (2বার)

কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না

কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল। (3বার)

কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে লিরিক্স – জেমস :

Kobita tumi shopnocharini hoye
khobor niyo na
Kobita ei nishachor amay
vebona sukher mohona
Dekhbe amader valobasha
hoye geche kokhon jeno
Poddo patar jol, podmo patar jol
Kobita tumi shopnocharini hoye
khobor niyo na
Kobita ei nishachor amay
vebona sukher mohona
Dekhbe amader valobasha
hoye geche kokhon jeno
Poddo patar jol, podmo patar jol

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button