Ads
Bangla_Song

Jani na Keno Lyrics||Angels Natok Song || Tahsan|| Tisha ||

Angels Natok Song Jani Na Keno Lyrics:

Song: Jani Na Keno
Singer: Amid
Drama: Angels
Cast: Tahsan & Tisha ba
Jani na keno Lyrics In Bengali:
 
জানি না কেনো দেখি আমি
তোমার প্রতিচ্ছবি 
জুড়ে দৃষ্টির সীমানায়
জানি না কেনো তোমার সুবাস মেখে
আমি
পৃথিবীর শেষ সীমানায়
কেনো জানি না
জানি না সারাক্ষণ কেনো, পাশে থাকো না
জানি না ভালোবাসি কেনো বলো না (৩বার)
জানি না কেনো দেয়ালে দেয়ালে আঁকা
তুমি রোদের আয়না
জানি না কেনো বইয়ের পাতায়,
তুমি ছাড়া কিছু আর দেখি না
জানি না মাতাল এখন আমি,
এক মুহুর্ত তুমি হীনা
জানি না কেনো তুমি ছাড়া
কিছু ভালো থাকতে আমি পারি না
জানি না সারাক্ষণ কেনো, পাশে থাকো না
জানি না ভালোবাসি কেনো বলো না (৩বার)
See also  Tomar E Toh Kachhe (তোমারই তো কাছে) lyrics - Anindya Chatterjee

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button