Ads
Bangla_Rap_song

Jano Ma – জানো মা ? lyrics | ZERO |

Jano Ma Song lyrics by ZERO:

Jano Ma Song Is Sung By Zero.Jiboner Poth Chola Tomar Theke Shikha Maa Lyrics In Bengali Written By Zero.

  • Song : Jano Maa (জানো মা)
  • artist : ZERO
  • Video Edit : Mr. khoka[MR PRODUCTION]
  • Recording By: Mac Production (Mcc-e Mac) 
  • Audio Mixing & Mastering : Mcc-e Mac 
  • Co-ordinated by : Isha Khan Duray 
  • Language : Bangla
  • Label : Agniveena

Jano Ma Song lyrics By ZERO In Bengali:

জিবনের পথ চলা তোমার  থেকে শিখা মা

কতটা ভালবাসি বোঝানোত যাবেনা। 

খোদার পরে তুমি মা তোমার চোখের পানি যেনো কোনদিনও ঝরে না,

মায়ের চোখের পানি দেখলে দুনিয়া ভাল লাগেনা।

আধার হয় আলো আমার,তোমার মুখ দেখলে আমার জিবন হয় আলো।

এখন মা মা বলে কাদি পিছুতো কেও ফেরেনা,

লাখো ভিরের মাঝে আজও তোমায় খুজি জানো মা?

See also  Ami Elakar Jamai lyrics| আমি এলাকার জামাই | ovi |

বাবার কথা মনে করে আজও আমি কাদি মা

চোখের পানি মোছার মত সময় কারো   ছিলনা  

যখন পেটে খুধা ছিল দেখতাম সবার ছলনা 

এখন পকেট ভরতি টাকা আমার পেটে খুধা লাগেনা। 

জানো মা? আমার পেটে খুধা লাগেনা,আজ আমার পেটে খুধা লাগেনা। 

জানো মা? ওও আমার পেটে খুধা লাগেনা, ওও আমার পেটে খুধা লাগেনা। 

(কোরাস)

আমি চিঠি দিলাম পত্র দিলাম জানতে মায়ের খবর,

জানলাম মায়ের ঠিকানা আজ অন্ধকার কবর।

মি হাজার বাতি জালাই জখন আসে রাত্রি 

আমার মায়ের কবরে আর কে জালাবে বাতি।

বাস্তবতা সবি বাস্তবতা লেখা হৃদয় গাথা কয়লা ধুইলে যাইবোনা পোছা। 

তবু কারো জিবনের সাথে জরানো সুখ,

হাসি ঠাট্টাতে কাটলো দিনের পর দিন ছিলনা দুখ।

হারালাম ছোট বেলায় বাপের সংসার দেখার মত কেও নাই মা অসুখে বিছনায় পইরা কেন বাবার চিন্তায় চিন্তায়।

আমার স্কুল life  জিবনটা হারিয়ে গেল যে আধারে

এখন মাথা ভরা চিন্তা কেমনে বাঁচাব নিজের মারে।

কাজের খোজে বেরিয়ে পরা

See also  Shabz - Pran Priyo {প্রান প্রিয়} lyrics (Feat. Biggie) || Sylheti Rap Song 2021 ||

টেকার চিন্তায় মাথায় পেরা

ভাবি নাইত এমন দিনটা চোখ বুঝলে দেখতে হইবো। মা যেওনা আমায় ছাইড়া সমাজের মাঝে একা কইরা বিপদে পরলে কেও আহে নাই,দেইখা গেছে পিছ থেইকা সইরা। 

ওষূখ হইলে খাওন হয় নাই, কামের হাজিরা ছিল দুইশ,চাপাইয়া রাখছি যত  ছিল মনের ভিতর কষ্ট।

জমানো যত ছিল আশা নিমিষে ভেংগে চুরমার, চিকিৎসার আভাবে হারালাম মায়রে হারালাম নিজের আধিকার। 

আমি চিঠি দিলাম পত্র দিলাম জানতে মায়ের খবর 

জানলাম মায়ের ঠিকানা আজ অন্ধকার কবর।

আমি হাজার বাতি জালাই জখন আসে রাত্রি 

আমার মায়ের কবরে আর কে জালাবে বাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button