Rabindranath Tagore
Jete Jete Pothe Purninma Rate ( যেতে যেতে পথে পূর্ণিমা রাতে ) Lyrics || Srikanta Acharya || Rabindra Sangeet || Banglalyrics580 ||
Jete Jete Pothe Purninma Rate Lyrics – Srikanta Acharya:
The Original Song of Jete Jete Pothe Purninma Rate. It’s a Rabindra Sageet. This Verson is sung by Srikanta Acharya.
রাগ: পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ আশ্বিন, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৭ অক্টোবর, ১৯২৭
রচনাস্থান: ব্যাংকক থেকে পিনাং যাবার পথে
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
Jete Jete Pothe purnima Rate – Rabindra Sangeet:
সেদিন দুজনে দুলেছিনু বনে,
ফুলডোরে বাঁধা ঝুলনা।
সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে,
ভুলো না ॥
সেদিন বাতাসে ছিল তুমি জানো
আমারি মনের প্রলাপ জড়ানো,
আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলনা ॥
যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে।
দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে।
এখন আমার বেলা নাহি আর,
বহিব একাকী বিরহের ভার
বাঁধিনু যে রাখী পরানে তোমার সে রাখী খুলো না, খুলো না ॥
Jete Jete Pothe Purnima Lyrics – Srikanta Acharya :
Sedin Dujone Dulechinu Bone
Phoolo Dore Bandha Jhulona
Phoolo Dore Bandha Jhulona
Sei SmiriTuku Kobhu Khone Khone
Jeno Jage Mone Bhulo Na
Sedin Batashe Chilo Tumi Jano
Amari Monero Prolapo Jora -no
Akashe Akashe Achilo Chora-no
Tomaro Hasiro Tulona
Jete Jete Pothe Purnima Raate
Chand Uthechilo Gogoney
Dekha Hoye Chilo Tomate Amate
Kijani Ki Moha Logoney
Chand Uthechilo Gogoney
Chand Uthechilo Gogoney
Dekha Hoye Chilo Tomate Amate
Kijani Ki Moha Logoney
Chand Uthechilo Gogoney
Ekhon Amar Bela Nahi Ar
Bohibo Ekaki Birohero Var
Bandhinu Je Rakhi Porane Tomar Se Rakhi
Khulona Khulona
আরো পড়ুনঃ মিম নামের অর্থ কি