Jomidari Bahaduri ( জমিদারি বাহাদুরী ) Lyrics || Tasrif Khan ||কুঁড়েঘর ব্যান্ড||
গান: জমিদারি বাহাদুরী
কথা: আজিজুল হক
সুর ও কন্ঠ: তাশরিফ খান
Jomidari Bahaduri Song Lyrics In Bengali :
যার নাই তার কিছুই নাই
যার আছে তার আরো চাই
যার নাই তার কিছুই নাই
যার আছে তার আরো চাই
সকাল-বিকাল-সন্ধ্যা-বেলা
দেখি কত আজব লীলা
সকাল-বিকাল-সন্ধ্যা-বেলা
দেখি কত আজব লীলা
দম-ফুরালে মাটির ঘরে
হবে ঠিকানা…
দুনিয়ার রঙ্গলিলায় মন মজায়োনা
ভবের এই রঙ্গলিলায় মন মজায়োনা
সাড়ে তিন হাত মাটির ঘরে
সাড়ে তিন হাত মাটির ঘরে
হবে ঠিকানা.
দুনিয়ার রঙ্গলিলায় মন মজায়োনা
ভবের এই রঙ্গলিলায় মন মজায়োনা
ক্ষনে ক্ষনে বাড়ছে বেলা
সময় থেমে থাকেনা।
দিনে দিনে বয়স কমে
খবর তো কেউ রাখেনা
ক্ষনে ক্ষনে বাড়ছে বেলা
সময় থেমে থাকেনা।
দিনে দিনে বয়স কমে
খবর তো কেউ রাখেনা
জমিদারি-বাহাদুরি
যাবেনা কানাকড়ি (২)..
আরে অতী লোভে তাতী নষ্ট
জেনেও মানোনা….
দুনিয়ার রঙ্গলিলায় মন মজায়োনা
ভবের এই রঙ্গলিলায় মন মজায়োনা
সাড়ে তিন হাত মাটির ঘরে
সাড়ে তিন হাত মাটির ঘরে
হবে ঠিকানা.
দুনিয়ার রঙ্গলিলায় মন মজায়োনা
ভবের এই রঙ্গলিলায় মন মজায়োনা
একটা জীবন চলে গেলে
ফিরে তুমি পাবেনা
কত শত প্রমাণ মিলে
চোখ মেলে দেখোনা
একটা জীবন চলে গেলে
ফিরে তুমি পাবেনা
কত শত প্রমাণ মিলে
চোখ মেলে দেখোনা
থাকলা তুমি তোমার মত
রং তামাসায় অবিরত(২)..
কয় আজিজুল জীবন খাতার
হিসেব মিলেনা.
দুনিয়ার রঙ্গলিলায় মন মজায়োনা
ভবের এই রঙ্গলিলায় মন মজায়োনা
সাড়ে তিন হাত মাটির ঘরে
সাড়ে তিন হাত মাটির ঘরে
হবে ঠিকানা.
দুনিয়ার রঙ্গলিলায় মন মজায়োনা
ভবের এই রঙ্গলিলায় মন মজায়োনা
দুনিয়ার রঙ্গলিলায় মন মজায়োনা
ভবের এই রঙ্গলিলায় মন মজায়োনা
দুনিয়ার রঙ্গলিলায় মন মজায়োনা
ভবের এই রঙ্গলিলায় মন মজায়োনা