Ads
Sina_Hasan

JUDDHO by Bangla Five Band – যুদ্ধ – বাংলা ফাইভ – LOCKDOWN VERSION||Sina Hasan||Banglalyrics580||

JUDDHO by Bangla Five Band – যুদ্ধ – বাংলা ফাইভঃ


Song: Juddho
Lyric, tune, vocal: Sina Hasan
Song and arrangement: Bangla Five
Guest guitarist: Azmain Adil (RADIOACTIVE band)
Mix, Master: Anik Ahammed



Juddho lyrics By Bangla Five In Bengali :

এককালে যুদ্ধ ছিলো খালি হাতে
যুদ্ধ হতো পাথরে পাথর আঘাতে
তারপরে যুদ্ধ খোলা তরোবারি
কামানের নলের তাকে হত্যাকারী
যুদ্ধ করে অনু
যুদ্ধে পরমানু
যুদ্ধ মাথার লালচে নীল আকাশ
বুলেট নয় বোমা নয়
যুদ্ধ করে ময়দানে ভাইরাস।

যুদ্ধ নিজের হাতে ভাতের থালা
ক্ষুধায় এক শিশুর পেটে আগুন গোলা
যুদ্ধ মায়ের হাতে বিষের শিশি
ওইভাবে মরে গেলেও ভালোবাসি।
ভালোবাসা যুদ্ধ হবার আগেও ছিলো
শেকলে দুনিয়াটা বাধাও ছিলো
সে বাধন চাইছে একক নিয়মনীতি
ক্ষমতার পিরামিডে উর্ধ্বগতি।
পিরামিডে হচ্ছে জমা লাশের সারি
তারপর কয়েক দশক আহাজারি
কখনো যুদ্ধশেষে চুক্তি হলে
কোনদিন হাসবে মানুষ সুযোগ পেলে।
কোনদিন হাসবে প্রতিষেধক পেলে
আবারো হাসবে মানুষ অস্ত্র পেলে
হাসছে এখন কারা
অস্ত্র বানায় যারা
কাঁদছি তবু না ছুঁই মায়ের লাশ
বুলেট নয় বোমা নয়
যুদ্ধ করে ময়দানে ভাইরাস।
…সমাপ্ত… 
See also  laft right lyrics by Sina Hasan || Lastbench || Bangla Lyrics ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button