Ads
Bangla_Rap_song

kagojer Note ( কাগজের নোট ) lyrics | GxP | Bangla Rap Song | Banglalyrics580 |

kagojer Note ( কাগজের নোট ) lyrics By GxP :
kagojer Note ( কাগজের নোট ) Song Is Sung by GxP.kagojer Note ( কাগজের নোট ) Lyrics Written by GxP.
SONG INFO
SONG: Kagojer Note
Artist : GxP
Lyrics : GxP
Kagojer Note Lyrics In Bengali :
এই এই
এই এই এই
কাগজের নোট, কাগজের ভোট 
কাগজে সই দিলে 
টাকা..!!
কাগজটা বানাইছে
কেডা…?
টাকাটা বানাইছে
কেডা…?
কাগজের নোট, কাগজের ভোট 
কাগজে সই দিলে 
টাকা..!!
কাগজটা বানাইছে
কেডা…?
টাকাটা বানাইছে
কেডা…?


ক..!
ধর..!
আকাশে তাকাইয়া দেখ
বাতাসে উড়তাছে টাকা
ঢাকায় ধরা সোজা খালি চোক্ষে দেখা যায় না
পরতে হইবো কালা চশমা
মাথা 
খাটা
লাগলে ফাটা
তাও যাতে পকেটে না থাকে তর ফাকা
টাকার গন্ধে পা চাটে সব বাঘা
টাকার
অংকে
পাগলও অনেক পাকা
তাকা
দেখ চারিদিকে বহুরূপী লোকজন 
একশো এর মধ্যে পঁচানব্বইটাই ফেক

লোকু চোক্ষে থাকে সব মুখোশের আড়ালে
আন্ধারে গেলে পিছ দিয়া দেয়  ঠেক
নালিশ করবো মানুষ পুলিশের কাছে বাল
পুলিশের জবানেই কালো কস্টেপ 
খুলতে যাইবা টাইনা
ভিতরে ভইরা দিয়া

মামলা দিবো
লেইখা
বেচো টেবলেট
থাক
দুঃখের কথা মুখে কইয়া লাভ নাই
টাকা ছাড়া এই দেশের আইনও অন্ধ
আর চলে খালি ক্ষমতার জোর

যার কাছে ক্ষমতা
তারই রাজত্ব
হাহ
এতোই
ক্ষমতা 
তোমাগো
তারপরও 
পারলানা
কমাইতে ধর্ষণ 
সংবাদ সম্মেলনে
বড় মুখে 
আবার ঠিকি কইতে পারো
আমি সংসদ সদস্য

বাহ…
এইভাবেই চলতাছে
দিন সিন
করতাছে মানুষ তার
রক্তের লগে ঘিন
করে নাহ মুখ দিতে
অন্যের পাতে মন 
ভরে না ঘুমাইলে
টাকার খাটে
যত পায় চায়
আরো বেশি গড়তে
মধ্যবিওের পকেট কাইটা সব
ব্যাংকে ভরতে
যাগো দিন কাটে জীবন যুদ্ধে
লড়তে লড়তে 
যারা
ঘুইরা ঘুইরা মরে
টাকার খোজে

কাগজের নোট, কাগজের ভোট 
কাগজে সই দিলে 
টাকা..!!
কাগজটা বানাইছে
কেডা…?
টাকাটা বানাইছে
কেডা…?
কাগজের নোট, কাগজের ভোট 
কাগজে সই দিলে 
টাকা..!!
কাগজটা বানাইছে
কেডা…?
টাকাটা বানাইছে
কেডা…?

যেই দেশে
মুহুর্তের মধ্যে 
এইসপার অইসপার

শত শত কোটি টাকা
সেই দেশে কেন 
আমার মতো শত
মধ্যবিত্তের স্বপ্ন 
মাথার ভিতরে থাকে চাপা
shem on Them
বিবেক ঢাইকা গেছে
আবেগের চাদরে
ফায়দা না থাকলে সব বোবা

মধ্যা আঙ্গুল 
তোগো লাইগা যেডি
কোটি কোটি দামের 
গাড়ি কিনে ঘুসের টাকায়
দেখ আয়
কষ্ট কারে কয় এইদিকে তাকাইয়া
ক্ষুধার জালায় থাকে
না পাইরা ঘুমাইয়া 
মানুষ জানি আমরা
মানুষের জন্য
মানবতা
তবে কেনো
চুপচাপ
এই
মরার পরে ধরা খাবি
হাশরের ময়দানে
জবাব ছাড়া কেউ 
জান্নাতের চাবি পাবি না
যাবিগা চলে
নরকে তারপরও দাবি
ছাড়বো না মানুষে পাবি
শাস্তি তুই ইহকালে
করতাছোস যতো পাপ
অভিশাপ অভিশাপ 
লাইগা যাইবো জীবনে
করিছ না অহংকার
অভিশাপ অভিশাপ

টাকা দিয়া মুইছা ফেলা
যায়না যেই অভিশাপ

কাগজের নোট, কাগজের ভোট 
কাগজে সই দিলে 
টাকা..!!
কাগজটা বানাইছে
কেডা…?
টাকাটা বানাইছে
কেডা…?
কাগজের নোট, কাগজের ভোট 
কাগজে সই দিলে 
টাকা..!!
কাগজটা বানাইছে
কেডা…?
টাকাটা বানাইছে
কেডা…?

… সমাপ্ত … 
See also  Ushnota(উষ্ণতা) Lyrics || Rafsan Ahmed x Mcc-e Mac x Gk Kibria ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button