Mechanix
Kalo Bikkhobh ( কালো বিক্ষোভ ) lyrics ||
Table of Contents
Kalo Bikkhobh Song By Mechanix Band :
Kalo Bikkhobh Song By Mechanix Band From Oporajeyo Bengali Album.Kalo Bikkhobh Song Lyrics in Bengali Written By Doyeedt Annahaal.
- Song: Kalo Bikkhobh
- Album: Oporajeyo
- Lyrics: Irfan Rafi
- Composer: Tamzid Khan & Mechanix
- Copy Right: Mechanix
Kalo Bikkhobh Song lyrics In Bengali:
শুনি দমনের হুঙ্কার
অযুত কন্ঠে ভাসে লেলিহান শিখা
ক্ষণিকের ব্যর্থ হাহাকার
বিক্ষত লাশের বাকরুদ্ধ সত্তা
সারা স্বরণি জুড়ে ঝাঁঝালো মিঝিল
পাথর যুগের হিংস্রতায় ভুলের অবশ ফসিল
সত্যের সমাধি জ্বলন্ত অপবাদে
রুদ্ধ শ্বাসের উষ্ণতায় কেন এ প্রতিবাদ
জ্বলছে ঘৃণার আগুন
ছড়িয়ে পড়ে দিকে দিকে
জীবাণুর মত,
ধ্বংসের স্তুপ বারুদ
বিস্ফোরণে ধ্বংসে,
পড়ে শত নিদর্শন