Ads
AshesZunayed evan

zunayed evan kemon acho lyrics (কেমন আছো কোথায় লিরিক্স)

Kemon Acho ( কেমন আছো ) Lyrics || Ashesh||Zunayed evan||charpokha||

Kemo Acho Song By Ashes: Kemon Acho Song Is Sung by Zunayed evan from Ashes. Bhalobashar Tanpura Song From Charpoka Bengali album. Kemon Acho Lyrics In Bengali Written by Zunayed evan.

প্রিয় পাঠক আপনি যদি ইতিমধ্যে অনুসন্ধান করে থাকেন zunayed evan kemon acho lyrics (কেমন আছো কোথায় লিরিক্স) সম্পর্কে জানার জন্য তবে সঠিক জায়গায় এসেছেন। চলুন তবে দেখে নেওয়া যাক। Kemon Acho Song lyrics In Bengali:

zunayed evan kemon acho lyrics

কেমন আছো কোথায়?
মনে কি রবে?
নেশা লাগে ঠোঁটে
নিশানা চোখে
কী দিয়ে যে তারে
বোঝাবো আমায়?

কোন আকাশে সে
ডানা মেলে উড়ে
এই ভাবে আমার
মেট্রো জীবন
কোন রকমের এক

হলুদের রঙ
কত গাড়ি চলে যায়
দূরবীনে বাড়ি
জানালাতে চোখ
মুছে দেবে কি?
ছাড়তে পারিনা, ধরতে পারিনা
সইতে পারিনা, বাঁধতে পারিনা
কোন দেশে থাকে সে?

কোন দেশে ঘুম?
নিংড়ে যাব আমি, নিংড়ে তুমি
কত নেশার এ জীবন ধোঁয়ায় ধোঁয়ায়!
এশট্রের ফাঁকে স্বপ্ন দেখা
কত দিনের এ ব্যথা বোঝাবো কারে?
কত ব্যথা সয়ে যায়, সয়ে যেতে হয়!
কী নামে ডাকি তারে?

See also  Shey Amare ( সে আমারে ) Lyrics || Ashes || Zunayed Evan ||

কী হাতে ধরি?
কী মায়া চোখে আহা!
হয়ে যাব শেষ
ছাড়তে পারিনা, ধরতে পারিনা
সইতে পারিনা, বাঁধতে পারিনা
ছাড়তে পারি না রে!
সইতে পারি না রে!
কাঁদতে পারি না রে..

কেমন আছো কোথায় লিরিক্স

kemon Acho Kothay?
Mone ki Robe?
Nesha Lage Thote
Nishana Chokhe
Ki Diye Je Tare
Bojhabo Amay?

Kon Akashe se
Dana Mele Ure
Ei Vebe Amar
Metro jibon

Kon rokomer ek
Holuder rong
Koto gari cole jay
Durbine Bari
Janalate chokh
Muche debe ki?

Charte Pari Na, Dhorte Parina
Soite Pari Na, Badhte Pari na
Kon Deshe Thake Se?

ধন্যবাদ আপনার এই অনুসন্ধানের জন্য এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। আশাকরি আপনার কাঙ্খিত অনুসন্ধান অনুযায়ী আমাদের সাইটে zunayed evan kemon acho lyrics (কেমন আছো কোথায় লিরিক্স) খুঁজে পেতে সক্ষম হয়েছেন। নিত্যনতুন গানের লিরিক্স খুঁজে পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন। 

 

Song Info:
Song: Kemon Acho
vocal, Guitars: Zunayed Evan
Lyrics: Zunayed Evan
Album: Charpoka
Lead Guitars: Sultan Rafsan Khan
Bass Guitars: Wahid uz Zaman Turjo
Keyboards: Adnan B Zaman
Drums: Tawkir Rahman Evan
Manager: Amir Khan

Kemon Acho Song lyrics In Bengali:

See also  Bhalobashar Tanpura ( ভালোবাসার তানপুরা ) Lyrics||Ashes||Charpoka||Zunayed Evan||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button