Ads
Overall

Keno Arale Lyrics || কেন আড়ালে || Nasif Oni ||

Keno Arale Song By Nasif Oni:

Song: Keno Arale
Singer: Nasif Oni
Lyrics: Syed Atiq
Tune & Music: Nasif Oni
Label: Eagle Music
Keno Arale Gele Song Lyrics In Bengali:
খুব একা লাগছে ভীষণ তুমি ছাড়া
আজ আমার স্বপ্নগুলো পথহারা
প্রেমেরি হাতছানি ধোঁয়াশা মুখখানি
কোথায় তুমি আজ হারালে
কেন আড়ালে বল চলে গেলে
কোন খেয়ালে, সুখ কেড়ে নিলে
কিছু খুনসুটি, আছে ভুলত্রুটি
আমি অপরাধী, মানতে রাজি
খুব ঝড়ে পড়ে ভুলতে গেলে
যায়না ভুলা প্রিয় মুখটাকে
প্রেমেরি হাতছানি ধোঁয়াশা মুখখানি
কোথায় তুমি আজ হারালে
কেন আড়ালে বল চলে গেলে
কোন খেয়ালে সুখ কেড়ে নিলে
See also  Andho Kore Dao ( অন্ধ করে দাও ) Lyrics || Debdeep Mukhopadhyay||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button