Tabib Mahmud
Ki Manush Banaila Bhobe( কী মানুষ বানাইলা ভবে) Lyrics || Gullyboy Rana || Tabib || Ashraf || new bangla rap song 2020 ||
Ki Manush Banaila Bhobe Song By Tabib X Rana X Ashraf:
Title: Ki Manush Banaila Bhobe
Artists: Tabib Mahmud, GullyBoy Rana & G. M. Ashraf
Music Producer:.mnc Subhro Raha (L.M.G Beats)
Lyrics – Tabib Mahmud
Mix & Master – SubhRo Raha at L.M.G Beats
Produced By – T. H. TonMoy
Executive Producer – Tanjir
Director Tabib Mahmud
AD – Ahsan Khandaker
Creative Director – Hojaifa Mojib
DOP – Raihan Uddin
Editor : Raihan Uddin
Publicity Design – Rabby Raz (RRGFX)
QMG Editor – Anmol Sharma (Piktur3 Production)
Music Label – Quantize Music Group
Music Publishing – Quantize Music Group. a division of Quantize Music Entertainemnt, LLC.
Ki Manush Banaila Bhobe Lyrics In Bengali:
[Chorus] – G. M. Ashraf
কী মানুষ বানাইলা ভবে
জানেনা কাল কী হবে
তবু ভাবে সারাক্ষণ রে দয়াল
যেনো সে বাচবে আজীবন (2x)
[1st Verse] – GullyBoy Rana
আজীবন বাচবে কতকিছু করবে
বাড়ি নাড়ি আহা কতদেশ ঘুরবে
কত রাত জেগে তারা কতকিছু ভাববে
প্রাণ পাখি উড়ে গেলে দেহখানা পচবে
একদিন বুঝবে সেই বুঝে লাভ নাই
মারা গেলে মানুষের ছিটেফোঁটা দাম নাই
গাড়ি বাড়ি পরে রবে থাকবে না মহাজন
এইটাই জীবনের চিরচেনা আচরন
কেনো এত চিন্তা এটা চাই ওটা চাই
কেনো এত টেনশন এটা নাই ওটা নাই
পৃথিবীর সম্পদ পৃথিবীতে পরে রয়
গত হয়ে যায় সব দুদিনের পরিচয়
মাটির দেহ ফের মাটি হয়ে যায় তারে
হা করে গিলে খায় কবরের গ্রাস সেতো
নিছক এক দাস জানে না কী হবে কাল
বদলায় সব কিছু সকাল বিকাল।
[Chorus] – G. M. Ashraf
কী মানুষ বানাইলা ভবে
জানেনা কাল কী হবে
তবু ভাবে সারাক্ষণ রে দয়াল
যেনো সে বাচবে আজীবন (2x)
2nd Verse] – Tabib Mahmud
দুনিয়া দুই দিন সময় টা অল্প
এখানে জমা হয় জীবনের গল্প
জমিদারি বাহাদুরি ক্ষনিকের মঞ্চে
টাকা পেয়ে ভুলে যাই শেকড়ের শিল্প
সুখি হতে চায় মন সুখ কী জানে না
গুলশানে বাড়ি তাই আরকিছু লাগে না
দামি গাড়ি নারী পেয়ে হতাশায় মারা যায়
খ্যাতি ছাড়া মানুষেরা আর কিছু চিনে না
দূর থেকে মনে হয় সুন্দর সবকিছু
ছুটি তাই পিছু পিছু একাকার দিনরাত
ভাটির পানিরা কয় হায়রে মানব জাত
বাহিরটা পরিপাটি ভেতরে সদর ঘাট
আমাদের চোখ আছে তবু কিছু দেখি না
প্রকৃতির কাছ থেকে মোরা কেউ শিখি না
জীবনটা ক্ষণিকের বেমালুম ভুলে যাই
সুখি হতে গিয়ে মোরা হতাশায় ডুবে যাই
[Chorus] – G. M. Ashraf
কী মানুষ বানাইলা ভবে
জানেনা কাল কী হবে
তবু ভাবে সারাক্ষণ রে দয়াল
যেনো সে বাচবে আজীবন (2x)